এমন পরাজয় মানতে পারছেন না জিদান
অতিরিক্ত সময়ের শেষ মিনিট। ম্যাচের ভাগ্যে তখন ড্র লেখা আছে বলেই ধরে নিয়েছেন সবাই। ঠিক তখনই এস্পানিওলের জেরার্ড মরেনোর গোলে এলোমেলো হয়ে গেলো সবকিছু। শেষ মুহূর্তের এই গোলে ১-০ ব্যবধানে হেরে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। রিয়াল কোচ জিনেদিন জিদান বলছেন, এরকম পরাজয় একদমই প্রাপ্য ছিল না তার দলের।
মৌসুম শুরুর হতাশা ঝেড়ে শেষ কয়েক ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিল মাদ্রিদ। তবে লিগে নিজেদের অবস্থানের কথা ভেবেই কিনা চ্যাম্পিয়নস লিগের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন জিদান। পিএসজির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কাল তাই বিশ্রামে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও ক্যাসিমিরো, একাদশে ছিলেন না করিম বেনজেমা ও দানি কারভাহাল। ইনজুরির কারণে ছিলেন না টনি ক্রুস, লুকা মদ্রিচ এবং মার্সেলোরাও।
তরুণদের নিয়ে গড়া রিয়াল একদম শেষে গিয়েই হজম করে গোল। জিজু এরকম পরাজয় মেনে নিতে পারছেন না, ‘এই পরাজয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রথমার্ধে অনেক সুযোগ তৈরি করেও এগিয়ে যেতে পারিনি। দ্বিতীয়ার্ধেও একই ঘটনা ঘটেছে। কিন্তু তাই বলে শেষ মিনিটে গোল খেয়ে এরকম পরাজয় মানতে পারছি না কিছুতেই! যেমনটা চেয়েছিলাম তার কিছুই এই ম্যাচে হয়নি।’
রিয়ালের নিয়মিত একাদশের অনেককেই নামাননি এই ম্যাচে। আগের মতো এবারোও জিদান বলছেন, রিয়ালের ‘বি টিম’ বলে তার কাছে কিছু নেই, ‘রিয়াল ২৫ জন ফুটবলার আছে। প্রতি ম্যাচেই আমাদের একাদশ নির্বাচন করতে হয়। এখানে এ,বি দল বলে কিছু নেই। আজকে সময়টা ভালো যায়নি এই যা।’