মিরপুরকে দেওয়া ডিমেরিট পয়েন্টের বিরুদ্ধে বিসিবির আপিল
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পিচকে দেওয়া আইসিসির ‘ডিমেরিট পয়েন্ট’-এর বিরুদ্ধে আপিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ আইসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এটি। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের দ্বিতীয় টেস্টের পর এই ডিমেরিট পয়েন্ট দিয়েছিলেন আইসিসি ম্যাচ রেফারি ডেভিড বুন।
বিসিবির আবেদনের প্রেক্ষিতে শুনানি হবে ১৪ মার্চ। আইসিসির ক্রিকেট জেনারেল ম্যানেজার জিও অ্যালারডিসের সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে।
ম্যাচ রেফারির রিপোর্ট, বিসিবির রিপোর্ট এবং ম্যাচ ও মাঠের ভিডিওর বিশ্লেষণে হবে এই শুনানি। বিসিবি আজকেই করেছে এই আবেদন।
প্রথম টেস্টে চট্টগ্রামের পিচের পর মিরপুরের পিচকেও ‘বিলো অ্যাভারেজ’ আখ্যা দিয়েছিলেন বুন। আইসিসির পিচ ও আউটফিল্ড তদারকি প্রক্রিয়ার অংশ হিসেবে মিরপুরের পিচকে অসম বাউন্স ও অধারাবাহিক টার্নের দায়ে অভিযুক্ত করেছিলেন তিনি। তবে বিসিবি আবেদন করলো শুধু মিরপুরের উইকেট নিয়েই।
এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্টের পর মিরপুরের আউটফিল্ড পেয়েছিল ডিমেরিট পয়েন্ট। সব মিলিয়ে পাঁচ বছর সময় ব্যবধানে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে নিষিদ্ধ হবে সেই ভেন্যু।