• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    অস্ত্রোপচারই করাবেন নেইমার

    অস্ত্রোপচারই করাবেন নেইমার    

    আঘাত পাওয়ার পরেরদিনই নেইমারের বাবা জানিয়েছিলেন, বিশ্বকাপকে সামনে রেখে পায়ে অস্ত্রোপচার করাবেন নেইমার। পিএসজি কোচ উনাই এমেরি ও অন্য কর্মকর্তারা অবশ্য বলেছিলেন, অস্ত্রোপচার নাও করাতে হতে পারে নেইমারকে। শেষ পর্যন্ত চিকিৎসকের ছুরির নিচে যেতেই হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই নিশ্চিতভাবেই মাঠে নামতে পারবেন না এই ব্রাজিলিয়ান।

     

     

     

    অস্ত্রোপচার নিয়ে পিএসজি ও ব্রাজিলের মাঝে গত তিনদিন ধরেই চলছে আলোচনা। ধারণা করা হচ্ছিল, ব্রাজিল নেইমারের অপারেশন চাইলেও পিএসজি এই ব্যাপারে নিমরাজি ছিল। ব্রাজিল বরাবরই বলেছে, নেইমারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাবকেই নিতে হবে। অবশেষে নেইমারের ভবিষ্যতের কথা ভেবেই রাজি হয়েছে পিএসজি।

     

    পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাজিল ও পিএসজির চিকিৎসকের তিন দিনের পর্যবেক্ষণ শেষেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘তিন দিন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। নেইমার কিছুদিনের মাঝেই আঘাত পাওয়া জায়গায় অস্ত্রোপচার করাবেন।’

     

    অস্ত্রপচারের পর সুস্থ হয়ে মাঠে ফিরতে কমপক্ষে ৬ থেকে ৮ সপ্তাহ লাগতে পারে নেইমারের। সেক্ষেত্রে বিশ্বকাপের একমাস আগেই ফিরছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের প্রধান স্বপ্নসারথি।