• লা লিগা
  • " />

     

    লাস পালমাসের সাথে ড্র করে লিগ জমিয়ে তুলল বার্সা

    লাস পালমাসের সাথে ড্র করে লিগ জমিয়ে তুলল বার্সা    

    বার্সেলোনার বিপক্ষে লাস পালমাসের শেষ জয় এসেছিল ১৯৮৬ সালে। এরপরের ৯ দেখায় মাত্র দু'বার ড্র করতে পেরেছিল তারা, বাকি ৭ বারই জিতেছে কাতালানরা। আজ গ্রান ক্যানারিয়ায় লাস পালমাস বনাম বার্সেলোনা ম্যাচে 'ফেভারিট' ছিল এর্নেস্তো ভালভার্দের দলই। তবে লিওনেল মেসির ফ্রিকিক গোলে এগিয়ে গিয়েও শেষমেশ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। ১-১ গোলে লা লিগার শীর্ষস্থানের ক্লাবটিকে রুখে দিয়েছে লাস পালমাস। পেনাল্টি থেকে সমতাসূচক গোলটি করেছেন জোনাথন ক্যালেরি। দীর্ঘ ২ বছর এবং ৭৯ ম্যাচ পর লা লিগায় প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিল বার্সা।

     

    আজ পয়েন্ট হারিয়ে লা লিগার শিরোপা দৌড়টা বেশ জমিয়েই তুলল বার্সা। ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে তারা। তবে ৬১ পয়েন্ট নিয়ে কাতালানদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। রবিবার ক্যাম্প ন্যুতে মুখোমুখি হচ্ছে বার্সা এবং অ্যাটলেটিকো। ওই ম্যাচে বার্সা হেরে গেলে ব্যবধান কমে দাঁড়াবে মাত্র ২ পয়েন্টে।

     

    লাস পালমাসের সাথে ড্র করে আফসোসেই পোড়ার কথা ভালভার্দে, বিশেষ করে যখন গোলের বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করেছেন মেসি, লুইস সুয়ারেজরা। ম্যাচের প্রথম ১০ মিনিটেই গোলের দারুণ দুটি সুযোগ পেয়েছিল বার্সা। মাঝমাঠে ভিসেন্তে গোমেজের থেকে বল কেড়ে নিয়ে ডিবক্সে ঢুকে সুয়ারেজকে পাস বাড়ান মেসি। কিন্তু উরুগুইয়ান এই স্ট্রাইকারের শট দারুণভাবে রুখে দেন লাস পালমাস গোলরক্ষক লিয়ান্দ্রো চিচিজোলা। এর মিনিট তিনেক পর স্বদেশী মেসির একটি ফ্রিকিক হাওয়ায় ভেসে দারুণভাবে ফিরিয়ে দেন এই আর্জেন্টাইন। কিন্তু ২১ মিনিটে আর দমিয়ে রাখা যায়নি মেসিকে। প্রায় একই জায়গা থেকে নেওয়া ফ্রিকিকে এবার চিচিজোলাকে পরাস্ত করেন 'এলএম১০'। ইউরোপের সেরা ৫ লিগে ফ্রিকিকে সর্বোচ্চ গোল এখন মেসিরই (৫)। অবশ্য প্রথমার্ধে মেসির ফ্রিকিকের পর গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি বার্সা। এক্ষেত্রে মূল কৃতিত্বটা লাস পালমাস রক্ষণভাগেরই। পুরো ম্যাচেই মেসি, সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তাদের দারুণভাবে পকেটবন্দি করে রেখেছিলেন নাভারো, গালভেজরা।

     

     

    দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার দারুণ এক সুযোগ পেয়ে যায় লাস পালমাস। ৫২ মিনিটে বার্সা থেকে ধারে আসা অ্যালেন হালিলোভিচের নেওয়া কর্ণারে হেড করেন মাতিয়াস আগিরেগারায়। তার হেড বারপোস্টে প্রতিহত হয়ে বার্সা লেফটব্যাক লুকাশ ডিনের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ১২ গজ থেকে বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেনকে পরাস্ত করেন স্ট্রাইকার জোনাথন ক্যালেরি। লিড হারিয়ে গোলের আশায় ফিলিপ কুতিনিয়ো, উসমান ডেম্বেলেদের নামিয়ে দিয়েও শেষ পর্যন্ত জয়সূচক গোলের দেখা পাননি ভালভার্দে। রেফারির শেষ বাঁশির পর লাস পালমাসের ফুটবলার, কোচ এবং সমর্থকদের উল্লাসই জানান দিচ্ছিল, প্রায় ১৬ বছর পর কাতালানদের রুখে দিতে পেরে ঠিক কতটা উচ্ছ্বসিত 'ক্যানারি' দ্বীপপুঞ্জের ক্লাবটি।