পিএসজির বিপক্ষে নিশ্চিত নন মদ্রিচ, ক্রুস
আগামীকাল গেটাফের বিপক্ষে ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ দলে ফিরেছেন মার্সেলো। কিন্তু লুকা মদ্রিচ ও টনি ক্রুস এখনও আছেন মাঠের বাইরে। দুই মিডফিল্ডারের অনুপস্থিতি কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে জিনেদিন জিদানকে। প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের আগেও এ দুইজনের ফেরার নিশ্চয়তা দিতে পারছেন না রিয়াল ম্যানেজার।
শতভাগ ফিট না হলে পিএসজির বিপক্ষে মদ্রিচ, ক্রুসদের না নামানোর ইঙ্গিত দিয়েছেন জিদান। "আপাতত আমি মার্সেলোর ফিরে আসায় খুশি। কিন্তু মদ্রিচ, ক্রুসদের ব্যাপারে এখনই কিছু জানাতে পারছি না। আমরা প্রতিদিনই খোঁজ রাখছি। একজন খেলোয়াড় নিজে কেমন অনুভব করছে সেটাই গুরুত্বপূর্ণ। আর আমি চাই আমার খেলোয়াড়রা শতভাগ ফিট থাকুক। মঙ্গলবারের কথা তাই বলতে পারছি না।"
ক্রুস, মদ্রিচদের নিয়ে শঙ্কা থাকলেও প্রতিপক্ষ দলে নেইমার যে থাকছেন না পরের লেগে- সেটা নিশ্চিত। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড না থাকলেও পিএসজিকে কঠিন দল হিসেবেই মানছেন জিদান। "আমরা নেইমারের জন্য দুঃখিত। কিন্তু তাড়া খুবই শক্তিশালী দল। নেইমারের জায়গায় যে মাঠে নামবে সেও ভালো খেলোয়াড়। ম্যাচটা খুবই কঠিন হবে, এটা আমরা প্রথম লেগ থেকেই জানি।"
এস্পানিওলের কাছে ১-০ ব্যবধানে হারার পর শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এখন ১৫ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। তবুও লা লিগার শিরোপা দৌড়ে তার দল এখনও টিকে আছে বলেই মনে করেন জিদান, "মানুষ ভাবতে পারে লা লিগা শেষ! কিন্তু ফুটবলে এটা কখনই হয় না। হ্যাঁ, আমাদের জন্য লা লিগা জয়টা কঠিন হবে, কিন্তু অসম্ভব নয়। যদি অ্যাটলেটিকো জিতে যায় তাহলে দুই দলের ব্যবধান নেমে আসবে দুইয়ে। এটাও কেউ আশা করেনি! আমি সবসময়ই আশাবাদী, শেষ পর্যন্ত দেখতে চাই।"
এস্পানিওলের বিপক্ষে ম্যাচে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় হতাশা প্রকাশ করেছিলেন ইস্কো। ওই ঘটনার পর জিদান-ইস্কো সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু পুরো ব্যাপারটাকেই সাধারণ একটি ঘটনা হিসেবে দেখছেন জিদান। নাকচ করে দিয়েছেন সম্পর্কে অবনতি ঘটার সম্ভাবনাও। "ইস্কো বিরক্ত হয়েছিল। এটা খুবই স্বাভাবিক ঘটনা, সবার সাথেই এমন হয়। মাঠে ও ট্রেনিংয়ে তার ব্যবহার অসাধরন। সম্পর্ক খারাপ হওয়ার কোনো কিছু ঘটেইনি!"