কমলা জার্সিতে আর খেলবেন না স্নাইডার
শীতকালীন দলবদলের মৌসুমে ফ্রান্সের ক্লাব নিস থেকে কাতারের আল ঘারফাতে যোগ দিয়েছেন ওয়েসলি স্নাইডার। নেদারল্যান্ডসের ম্যানেজারের দায়িত্ব নেওয়ার পরই রোনাল্ড কোমেন ছুটে গিয়েছিলেন কাতারে। ডাচ দলে ফুটবলে স্নাইডারের ভবিষ্যৎ নিয়ে তার সাথে কথা বলাই ছিল কোমেনের লক্ষ্য। ওই আলোচনার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্নাইডার।
"আমি যখন ইউরোপ ছেড়ে এসেছিলাম তখনই জানতাম কাতারে খেলাটা আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রভাব ফেলবে। তবে আমি এটা বুঝতে পারছি যে কোমেন তরুণ খেলোয়াড়দের নিয়ে একটা নতুন শুরু করতে চাচ্ছেন। আমরা একেবারেই খোলাখুলি কথা বলেছি এবং তাঁর সিদ্ধান্তকে আমি সম্মান করি"- অবসরের কারণ নিজেই জানিয়েছেন স্নাইডার।
২০০৩ সালে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল স্নাইডারের নেদারল্যান্ড ক্যারিয়ার। এরপর ১৫ বছরে রেকর্ড ১৩৩ ম্যাচ খেলে করেছেন ৩১৬ গোল। ২০১০ বিশ্বকাপে দলকে ফাইনালে নিয়ে যাওয়ার পর অবশ্য শিরোপা জেতাতে পারেননি। কমলা জার্সি গায়ে তাই বিশ্বকাপের ওই আসরই হয়ে থাকল স্নাইডারের সেরা সাফল্য, সাথে আফসোসও!