• লা লিগা
  • " />

     

    'মেসি অ্যাটলেটিকোতে খেললে আমরাই জিততাম'

    'মেসি অ্যাটলেটিকোতে খেললে আমরাই জিততাম'    

     

    ম্যাচের আগে যে ভয়টা করেছিলেন, সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো। দুই দলের মাঝে পার্থক্য গড়ে দিলেন সেই লিওনেল মেসিই। চোখ ধাঁধানো এক ফ্রি কিকে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনাকে ১-০ গোলের জয় এনে দিয়েছেন এই আর্জেন্টাইন। অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে খানিকটা ‘আফসোস’ করেই বলছেন, মেসি তাঁর দলে থাকলে জিততো অ্যাটলেটিকোই।  

     

     

    ‘মেসিকে ঠেকানোর চেষ্টা বৃথা’। সপ্তাহের শুরুতে সিমিওনের নিজের বলা কথাটাই মিলে গেলো কাল। ২৬ মিনিটের সেই ফ্রি কিকেই শিরোপা দৌড়ে আরেকধাপ এগিয়ে গেলো বার্সা। মেসি অ্যাটলেটিকোয় খেললে বার্সাকে হারিয়ে দিতেন তারা, জানালেন সিমিওনে, ‘মেসি সবার চেয়ে আলাদা। ম্যাচে দুই দলই সমানে সমান লড়েছে। পার্থক্য ছিল শুধু মেসিই। যদি সে অ্যাটলেটিকোর জার্সি গায়ে নামত, ম্যাচটা আমারাই জিততাম!’

    শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে অ্যাটলেটিকো পিছিয়ে গেলো ৮ পয়েন্ট। শিরোপার আশা অবশ্য এখনই ছাড়ছেন না সিমিওনে, ‘আমরা আমাদের লক্ষ্য স্থির রেখেই এগিয়ে যাবো। কাজটা কঠিন, এটা আমরা সবাই জানি। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ গত ১৪ বছর ধরে রাজত্ব করছে। আমরা ২০১৩-১৪ মৌসুমে লিগ জিতে অসম্ভবকে সম্ভব করেছিলাম! এটার পুনরাবৃত্তি ঘটানো কঠিনই বটে।’