চেলসির বিপক্ষে অনিশ্চিত ইনিয়েস্তা
পয়েন্ট তালিকায় বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ন্যু ক্যাম্পে লিওনেল মেসির একমাত্র গোলে অ্যাটলেটিকোকে হারিয়ে ৮ পয়েন্ট এগিয়ে গেলো কাতালানরা। তবে এই জয়ের আনন্দের মাঝেও খুব একটা স্বস্তিতে নেই বার্সা কোচ এরনেস্তো ভালভের্দে। মাঝমাঠের প্রাণভোমরা আন্দ্রেস ইনিয়েস্তা ইনজুরির কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে ম্যাচে।
প্রথমার্ধে ভারসালজোকোর সাথে সংঘর্ষের পর প্রাথমিক চিকিৎসার জন্য মাঠের বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণের মাঝে খেলায় ফিরলে আবারো সাউলের সাথে বল দখলের লড়াইয়ে আঘাত পান ইনিয়েস্তা। সেবার আর প্রামথিক চিকিৎসা না নিয়ে একবারেই উঠে যান, ইনিয়েস্তার বদলি হিসেবে নামেন আন্দ্রে গোমেজ।
বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন ইনিয়েস্তা। ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে থাকবেন সেটা পরীক্ষার পরেই নিশ্চিত হওয়া যাবে। তবে খুব সম্ভবত ন্যু ক্যাম্পে ১৪ মার্চে চেলসির বিপক্ষে খেলতে পারবেন না ইনিয়েস্তা। প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে।