• বিশ্বকাপ বাছাইপর্ব
  • " />

     

    আফগানিস্তানকে ২ রানের দুঃস্বপ্ন উপহার দিল জিম্বাবুয়ে

    আফগানিস্তানকে ২ রানের দুঃস্বপ্ন উপহার দিল জিম্বাবুয়ে    

    জিম্বাবুয়ে ১৯৬ অল-আউট, ৪৩ ওভার (টেইলর ৮৯, রাজা ৬০, রশীদ ৩/৩৮, মুজিব ৩/৪৯)
    আফগানিস্তান ১৯৪ অল-আউট, ৪৯.৩ ওভার (রহমত ৬৯, নবী ৫১, মুজারাবানি ৪/৪৭, রাজা ৩/৪০)
    ফল- জিম্বাবুয়ে ২ উইকেটে জয়ী 


    স্কটল্যান্ডের কাছে হারের পর এবার লো-স্কোরিং ম্যাচে শেষ ওভারে গিয়ে জিম্বাবুয়ের সঙ্গে ২ রানে হেরেছে আফগানিস্তান। বিশ্বকাপ বাছাইপর্বে টানা ২ ম্যাচ হারে তাদের বিশ্বকাপ খেলার স্বপ্নই এখন হুমকির মুখে। 

    টসে জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ের শুরুটা হয়েছিল বাজে, ১৭ রানেই নেই টপ অর্ডারের তিনজন। মুজিব উর রহমানের জোড়া আঘাতের সঙ্গে একটি নিয়েছিলেন দাওলাত জাদরান। ক্রেইগ এরভিনও ফিরেছেন তাড়াতাড়ি, জিম্বাবুয়েকে এরপর উদ্ধার করেছেন ব্রেন্ডন টেইলর ও সিকান্দার রাজা। ৫ম উইকেটে দুইজন যোগ করেছেন ৯৮ রান। ৭ চার ও ৩ ছয়ে ৮৮ বলে ৮৯ রান করে জাদরানের বলে বোল্ড হয়েছেন টেইলর। 

    গ্রায়েম ক্রেমারের সঙ্গে ২৩ রান যোগ করে রশীদ খানের শিকার এরভিন, ৬০ রান করে। এরপর হুড়মুড় করে ভেঙে পড়েছে জিম্বাবুয়ে, ২১ বলে ৯ রান যোগ করতেই তারা হারিয়েছে শেষ ৫ উইকেট! এবার মূল হন্তারক অধিনায়ক রশীদ খান, ৮ ওভারে ৩৮ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট। স্কটল্যান্ডের বিভীষিকা ভুলতে আফগানদের লক্ষ্য দাঁড়িয়েছিল তাই ১৯৭ রান। 

    ৫৮ রানে ৩ উইকেট হারিয়েছিল আফগানিস্তান, তিন নম্বরে নামা রহমত শাহ একপ্রান্ত আগলে ছিলেন। মোহাম্মদ নবির সঙ্গে ৪র্থ উইকেটে তিনিও যোগ করেছেন ৯৮ রান। ব্লেসিং মুজারাবানির বলে এলবিডাব্লিউ হয়ে আগে আউট হয়েছেন রহমত শাহ, তার আগে করেছেন ৬৯ রান। এরপর ৫৬ বলে ৫১ রান করে সিকান্দার রাজার বলে নবি হয়েছেন স্টাম্পড।

    এই মুজারাবানি ও রাজার বলে এরপর হিমশিম খেয়েছেন আফগানরা। ১৪ রানের মাঝে নেই ৫ উইকেট, ১৭৭ রানের মাথায় পড়েছে ৯ উইকেট। 

    ৫৩ বলে এরপর দরকার ছিল ২০ রান, জিম্বাবুয়ের কাছে ব্যাপারটা তখন শুধুই ১ উইকেটের! দাওলাত ও শাপুর জাদরান দাঁত কামড়ে লড়াই চালিয়ে গেলেন শেষ ওভার পর্যন্ত- যে ওভারের সমীকরণ ছিল ৬ বলে ৪ রান। ৩য় বলে গিয়ে ভাঙলো সে জুটি, ২৬ বলের প্রতিরোধ ভাঙলো শাপুর জাদরানের। ব্রায়ন ভিটরির বলে ক্যাচ দিলেন তিনি। 

    আর টানা ২ ম্যাচ জিতে উল্লাসে মাতলেন সিকান্দার রাজারা! ৬০ রানের পর ৪০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনিই! 

    পিএনজির সঙ্গে ম্যাচে আয়ারল্যান্ড জিতেছে টনি মুরের দারুণ ইনিংসের পর। ক্রিস গেইল ও সাইমন হেটমেয়ারের জোড়া সেঞ্চুরির কাছে পাত্তা পায়নি আরব আমিরাতের রামিজ শাহজাদের সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৬০ রানে। আর আগের ম্যাচে আফগানিস্তানকে চমকে দেওয়া স্কটল্যান্ড ৯৪ রানের লক্ষ্যেই হারিয়ে ফেলেছিল ৬ উইকেট। তবে কাইল কোয়েটজারের অপরাজিত ৪১ রানের ইনিংসে জিতেছে স্কটিশরাই।