• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'সব বাধা পেরিয়েই জিতেছে রিয়াল'

    'সব বাধা পেরিয়েই জিতেছে রিয়াল'    

    ঘরের মাঠে ৩-১ গোল জিতলেও বাদ পড়ার শঙ্কাটা পুরোপুরি কাটেনি। কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে যেটুক ‘ভয়’ ছিল, ক্রিশ্চিয়ানো রোনালদোতে সেটা একেবারে উড়েই গেল। রোনালদোর রাতে পিএসজির মাঠে ২-১ গোলে জয় নিয়ে স্পেনে ফিরছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলছেন, সব বাধা পার করেই এসেছে এই জয়।

     

     

    লা লিগার শিরোপা স্বপ্ন ধূসর হয়েছে অনেক আগেই। রিয়ালের 'সবেধন নীলমণি' হয়ে আছে চ্যাম্পিয়নস লিগটাই। কোয়ার্টার ফাইনালের ওঠার স্বস্তিটা তাই জিদানের চোখেমুখে স্পষ্ট ছিল, ‘এই জয়ের পথে অনেক বাধা এসেছে। সবকিছু পেরিয়েই আমরা এগিয়ে গিয়েছি। প্রতিপক্ষে র মাঠে খেলা বরাবরই কঠিন কাজ, পিএসজির মাঠে সেটা একটু বেশিই কঠিন ছিল। প্রথম লেগের মতো এবারো আমি ম্যাচ নিয়ে সন্তুষ্ট। যেমন চেয়েছিলাম সেরকমই হয়েছে।’

    দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের সবটুকু আলো কেড়ে নিয়েছেন সিআর সেভেনই। রোনালদোর পাশাপাশি দলের বাকিদের প্রশংসায় পঞ্চমুখ জিজু, ‘এই জয়ের সব কৃতিত্ব দলের ফুটবলারদের। সবাই মাথা ঠাণ্ডা রেখে খেলেছে পুরো ৯০ মিনিট। এরকম ম্যাচে চাপ সামলে খেলাটা সহজ কাজ নয়। পরের রাউন্ডের দিকে মনোযোগ দিতে হবে। লিগেও এখনো অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি, সেখানেও আশা ছাড়ছি না।’