হেরেও কোয়ার্টার ফাইনালে সিটি
প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলের জয়। কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি এক পা আগেই দিয়ে রেখেছিল। ইতিহাদ স্টেডিয়ামে এফসি বাসেলের বিপক্ষে তাই নির্ভার হয়েই মাঠে নেমেছিল পেপ গার্দিওলার দল। তবে ‘অতিরিক্ত নির্ভার’ থাকাতেই কিনা হেরে গেলো সিটিজেনরা। দ্বিতীয় লেগে বাসেলের কাছে ২-১ গোলে হেরেও কোয়ার্টার নিশ্চিত করেছে সিটি।
ম্যাচের প্রথম গোলটা করে সিটিই। ৮ মিনিটে বার্নার্দো সিলভার বাড়ানো বলে গ্যাব্রিয়েল হেসুসের বাঁ পায়ের শট জাল খুঁজে নিতে ভুল করেনি। সিটি ফরোয়ার্ডদের একের পর এক আক্রমণে মনে হচ্ছিল, প্রথম লেগের মতোই উড়ে যাবে বাসেল।
নাহ, এবার বাসেল ‘উড়ে যায়নি’। গোল হজমের ৯ মিনিট পড়েই সমতা আনে সুইজারল্যান্ডের ক্লাবটি। বক্সের বাইরে থেকে নেওয়া মোহাম্মেদ এলয়োনোসির ডান পায়ের জোরালো শট ঠেকানোর কোনো উপায়ই খুঁজে পাননি সিটি গোলরক্ষক ক্লদিও ব্রাভো। ৩৯ মিনিটে অবশ্য দারুণভাবে বাঁচিয়েছেন বলাস রিভেরোসের শট। প্রথমার্ধ শেষ হয় ১-১ এর সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলের কেউই গোছানো আক্রমণ সাজাতে পারেনি। ফলে তৈরি হয়নি গোলের সুযোগও। ধীরে ধীরে আক্রমণের ধার বাড়াতে থাকে বাসেল, অন্যদিকে সিটিকে লাগছিল বর্ণহীন। ফলটাও দ্রুতই পায় বাসেল, ৭১ মিনিটে মাইকেল ল্যাংয়ের গোলে লিড নেয় তারা। অ্যাসিস্ট এসেছে প্রথম গোলদাতা এলয়োনোসির পা থেকে।
স্বাগতিকদের সমতা আনার সুযোগ এসেছিল ৯ মিনিট পড়েই। ব্রাহিম দিয়াজের শট বাসেল গোলরক্ষক বাঁচিয়ে দিলে ম্যাচে ফেরা হয়নি গার্দিওলার সিটির। এই হারে ইতিহাদ স্টেডিয়ামে সিটির ৩৬ ম্যাচ অপরাজিত থাকার যাত্রা থামল। দুই লেগ মিলিয়ে অবশ্য ৫-২ গোলে জিতেই পরের রাউন্ডে গেলো সিটি।
দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। এর আগে ২০১৫-১৬ মৌসুমে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল ইংলিশ ক্লাবটি।