পিচের ওপর রাগ ঝেড়ে নিষিদ্ধ শাহজাদ
সময়টা একদমই ভালো যাচ্ছে না আফগানিস্তানের। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটে রশিদ খানের দল। এর মাঝেই আরেকটি দুঃসংবাদ পেতে হলো তাদের। জিম্বাবুয়ের বিপক্ষে পিচের ক্ষতি করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন দলের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা মোহাম্মদ শাহজাদ।
জিম্বাবুয়ের বিপক্ষে আউট হওয়ার রাগটা ঝেড়েছিলেন পিচের ওপরে। শাহজাদের ব্যাটের আঘাতে পিচের অনেকটাই উঠে আসে। ব্যাপারটা আম্পায়ার ও ম্যাচ রেফারির নজর এড়ায়নি। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন শাহজাদ। ২০১৬ সালের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে তিনটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় ২ বছরের মাঝে তার মোট পয়েন্ট দাঁড়াল ৪। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী পরের দুই ম্যাচে তাকে মাঠের বাইরেই থাকতে হবে।
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচে ব্রেন্ডন টেলরের দিকে বল ছুড়ে মারার ঘটনায় ৫০ শতাংশ ম্যাচ ফির জরিমানা গুণতে হবে আফগান স্পিনার মুজিবুর রহমানকে। শাস্তি পাচ্ছেন টেলরও, ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্তের বিরোধিতা করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা দিতে হবে তাকে।