'যারা ফুটবল বোঝে তারা জানে বেনজেমা কতটা ভালো খেলছে'
পিএসজির সঙ্গে রিয়াল মাদ্রিদ জিতেছে বটে, তবে একটা অস্বস্তির কাঁটা নিশ্চয় খচখচ করেছেই জিনেদিন জিদানের মনে। করিম বেনজেমা এদিনও যে নিজেকে হারিয়ে খুঁজেছেন, নষ্ট করেছেন গোলের সুযোগ। কাল এইবারের সঙ্গে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মুখোমুখি হতে হলো অপ্রীতিকর প্রশ্নের। জিদান জোর দিয়েই বললেন, বেনজেমার পাশেই আছেন। যারা ফুটবল বোঝে, তারা জানে বেনজেমা কতটা ভালো করছে, এমন কথাও বললেন সরাসরি।
দুঃস্বপ্নের মতো একটা মৌসুম কাটছে বেনজেমার। লা লিগায় এই মৌসুমে ২১ ম্যাচে করেছেন মাত্র ৪ গোল, ম্যাচের পর ম্যাচে হচ্ছেন ব্যর্থ। এমনকি মাদ্রিদ সমর্থকদের অনেকেই তাঁর ওপর ধৈর্য হারিয়ে ফেলেছেন। তবে জিদানের কথা থেকে আভাস পাওয়া গেল, বেনজেমা আরও সুযোগ পাবেন, ‘ওর প্রতি সমালোচনাটা ঠিক কি না সেটা আমার বলার দরকার নেই। আমি শুধু ওর কাজ নিয়েই কথা বলতে আগ্রহী। ও যেসব সুযোগ পেয়েছে তা থেকে গোল করতে পারলে আমি খুশি হতাম। কিন্তু সে যা করেছে, তাতে দলের ভালো হয়েছে বলেই আমি মনে করি।’
এরপর যেন একটু ধৈর্য হারিয়েই জিদান কড়া গলায় বললেন, ‘আমার তো ওকে নিয়ে কাউকে বোঝানোর দরকার নেই। যারা ফুটবল বোঝে তারা জানে ও কতটা ভালো খেলছে। কিছু খেলোয়াড়কে আপনি পছন্দ করবেন, আবার কাউকে করবেন না। ইসকোকেও কেউ কেউ পছন্দ করে না, কিন্তু সেটা আমার বা দলের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। ’
জিদান মনে করিয়ে দিয়েছেন বেনজেমার আগের রেকর্ডের কথা, ‘ও এখানে গত নয় বছর ধরে খেলছে। আমার তো ওর হয়ে আত্মপক্ষ সমর্থন করার দরকার নেই। ও খুবই ভালো একজন খেলোয়াড়, আমি অনেক পছন্দ করি ওকে।’
‘আর ওর রেকর্ডই ওর হয়ে কথা বলছে। সে রিয়াল মাদ্রিদের নাম্বার নাই। আর গত কিছু দিনে সে গোল করতে পারছে না বলেই এত কথা হচ্ছে। কিন্ত্যু সেটা না অন্য সব কিছুই ভালোমতো করছে। গোল পাওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। ’