• লা লিগা
  • " />

     

    মালাগাকে হারিয়ে বার্সার চক্রপূরণ

    মালাগাকে হারিয়ে বার্সার চক্রপূরণ    

    গত বছর এপ্রিলে মালাগার মাঠে হারের পর থেকেই লিগে অপরাজিত বার্সেলোনা। মালাগার বিপক্ষে সাম্প্রতিক রেকর্ডটা মোটেই সুবিধার নয় বার্সার, শেষ ৭ লিগ ম্যাচে জয় মাত্র ৩ টিতে, আর গোল করতে পেরেছিল মাত্র ৫ বার। লা রোসেদেলায় অবশ্য এসব অতীত রেকর্ড ধোপেই টিকল এর্নেস্তো ভালভার্দের দলের সামনে। লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তাদের অনুপস্থিতিও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মালাগাকে ২-০ গোলে হারিয়েই অপরাজিত থাকার চক্রটা পূরণ করল বার্সা। টানা অপরাজিত থাকার সর্বোচ্চ রেকর্ডটা ধরতে বার্সার জিততে হবে আর ৩ ম্যাচ (৩৮)।



    লা লিগার সব সব প্রতিপক্ষের বিপক্ষে গোল করলেও, কেবল মালাগার সাথেই এতোদিন কোনো গোল ছিল না লুইস সুয়ারেজের। আজ সময় নিলেন মাত্র ১৫ মিনিট। জর্দি আলবার নিখুঁত ক্রস থেকে হেড করে জালে বল জড়িয়ে বার্সেলোনাকে দারুণ শুরু এনে দিয়েছিলেন সুয়ারেজ। গোলটা অবশ্য মিনিট দুয়েক আগেই পেতে পারতেন, পলিনিয়োর সাথে দারুণ বোঝা-পড়ায় ডিবক্সের ভেতর ঢুকে পড়েও সে দফায় ব্যর্থ হয়েছিলেন মালাগা গোলরক্ষক রবার্তোর কাছে। ম্যাচে এগিয়ে এগিয়ে গিয়ে আক্রমণে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বার্সা। দ্বিতীয় গোলটাও মনে হচ্ছিল সময়ের ব্যাপার। ২১ মিনিটে আরও একবার সুয়ারেজ-পলিনিয়ো জুটিই এগিয়ে দিতে পারত বার্সাকে। কিন্তু ব্রাজিলিয়ানের নেওয়া শট পরীক্ষায় ফেলতে পারেনি রবার্তোকে, চলে যায় বাইরে দিয়ে। এর কিছুক্ষণ পর অবশ্য আরেক ব্রাজিলিয়ান ফিলিপ কুতিনিয়ো আর ভুল করেননি। মেসির অনুপস্থিতিতে উসমান ডেম্বেলেও ভালোই ভুগিয়েছেন মালাগার রক্ষণকে। ২৮ মিনিটে তার এক ক্রস থেকেই ব্যাকহিলে গোল করে বার্সাকে দুই গোলের লিড এনে দেন কুতিনিয়ো। দুই ব্রাজিলিয়ান মিলে প্রথমার্ধেই বার্সাকে তিন নম্বর গোলটাও প্রায় এনে দিয়েছিলেন, কিন্তু ৪২ মিনিটে কুতিনিয়োর শট ঠেকিয়ে দেন রবার্তো।  

    এর অনেক আগেই অবশ্য বার্সার জন্য খেলাটা আরও সহজ করে দিয়েছিলেন মালাগার উইঙ্গার স্যামুয়েল গার্সিয়া। আলবাকে অদ্ভুত এক ফাউল রেফারির লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের আধ ঘন্টা পেরুতেই ১০ জনের দলে পরিণত হয় মালাগা।   

    প্রথমার্ধে মালাগার ওপর ছড়ি ঘোরাতে থাকলেও, মাঝমাঠে বেশ কয়েকবার বলের দখল হারিয়েছিল বার্সা। শেষ পর্যন্ত অবশ্য বার্সার দেওয়া সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি মালাগা। ম্যাচের ১৮ মিনিটে দূর থেকে একবার বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগানকে বাজিয়ে দেখেছিলেন এন-নেসায়রি। ৩৬ মিনিটে তিনিই পেয়েছিলেন দলকে ম্যাচে ফেরানোর সেরা সুযোগটা। কিন্তু ফাঁকায় থেকেও মালাগা স্ট্রাইকার হেড করেছিলেন গোলপোস্টের অনেক বাইরে।

    প্রথমার্ধে দুই-একটা সুযোগ পেলেও, বিরতির পর সেটাও পায়নি মালাগা। উলটো ৫৫ মিনিটে ডেম্বেলের ক্রসে স্যামুয়েল উমতিতির করা হেড সোজা গোলরক্ষকের হাতে না গেলে হারের ব্যবধানটা আরও বড় হতে পারত। অবশ্য দশ জনের দল নিয়েও দ্বিতীয়ার্ধে বার্সাকে আটকে রাখতে পারায় দিনশেষে কিছুটা স্বস্তি পেতেই পারে মালাগা। প্রথম ৪৫ মিনিটে ৫ বার গোলে শট নেওয়া বার্সাও আক্রমণাত্মকই ছিল পরের অর্ধে। আরও ৪ বার গোলে শট করলেও কেবল গোলের দেখাটাই পায়নি তারা। মালাগা গোলরক্ষক রবার্তোই ৭টি সেভ করে ব্যবধানটা আর বাড়তে দেননি। শেষদিকে সার্জি রবার্তো, আলবাদের বসিয়ে রেখে চেলসির বিপক্ষে ন্যু ক্যাম্পের দ্বিতীয় লেগের প্রস্তুতিটা আজকের ম্যাচ থেকেই শুরু করে দিয়েছেন এর্নেস্তো ভালভার্দে।