• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফারব্রেস

    বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফারব্রেস    

    চন্ডিকা হাত্থুরুসিংহের বিদায়ের পর হন্যে হয়ে নতুন কোচের সন্ধানে আছে বিসিবি। রিচার্ড পাইবাস, ফিল সিমন্সসহ অনেকের সাথে কথা হলেও শেষ পর্যন্ত কোচ হননি কেউই। এবার জানা গেলো, বিসিবির দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ইংল্যান্ডের সহকারি কোচ পল ফারব্রেস।  

     

     

    ইএসপিএনের বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলছেন, বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন ফারব্রেস। ইংল্যান্ড কোচ ট্রেভর বেয়লিসের অধীনে দীর্ঘদিন কাজ করা ফারব্রেসের সাহায্যে রুট-স্টোকসদের গত কয়েক বছরের উন্নতি ভালোভাবেই চোখে পড়েছিল বিসিবির।

    ফারব্রেসকে সাকিব-তামিমদের হেড কোচ হিসেবে পাওয়ার জন্য বিসিবির পক্ষ থেকে তাই আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠানো হয়েছিল গত সপ্তাহে। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড দলের সাথেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ও বিসিবির দেওয়া প্রস্তাব ফিরিয়ে দেন।

    পাইবাস, সিমন্স, ফারব্রেস ছাড়াও বিসিবির নজরে ছিল অ্যান্ডি ফ্লাওয়ার, জাস্টিন ল্যাঙ্গার, টম মুডি, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারাও। তবে ফারব্রেসের মতো অন্যরাও বিসিসির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আলোচনার পর।