হারের দায়ভার নিজের কাঁধেই নিচ্ছেন মরিনহো
ম্যানচেস্টার সিটির দাপটে লিগ জয়ের স্বপ্ন অনেক আগেই ফিকে হয়ে গেছে। হোসে মরিনহোর দল চ্যাম্পিয়নস লিগটা ঘরে তোলার জন্য কোমর বেধেই নেমেছিল। ওল্ড ট্রাফোর্ডে সেভিয়ার কাছে ২-১ গোলে হেরে শেষ হয়ে গেলো সেই আশাটাও। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হারের দায়ভার নিজের কাঁধেই তুলে নিচ্ছেন।
৭২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা বেন ইয়েদেরের জোড়া গোলেই কপাল পুড়েছে ইউনাইটেডের। মরিনহো এই পরাজয়ে দলের ফুটবলারদের দোষারোপ করছেন না, ‘যখন দল জেতে, সবাই জেতে। যখন দল হারে, তখন শুধু কোচই হারেন। এটা স্পেন, ইংল্যান্ড, চীন সবখানেই এক। আমি হেরে গেছি, নিজের ভুলও স্বীকার করছি। এটাই ফুটবল, সেভিয়া দারুণ খেলেছে, কৃতিত্বটা তাদের দিতেই হবে।’
শেষবার ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপার স্বাদ পেয়েছিল ইউনাইটেড। গত ১০ বছরে সঙ্গী হয়েছে শুধুই হতাশা। এত দ্রুত বাদ পড়াটা ক্লাবের জন্য নতুন কিছু নয় বলেই জানালেন মরিনহো, ‘এই অভিজ্ঞতা আমার দুইবার হয়েছে, ২০০৪ সালে পোর্তো ও ২০১৩ সালে রিয়ালের হয়ে। শেষ ১৬ তে ঘরের মাঠে হেরে বাদ যাওয়া ইউনাইটেডের জন্য নতুন কিছু নয়।’
চ্যাম্পিয়নস লিগ শেষ, লিগটাও কিছুদিনের মাঝেই নিজেদের করে নেবে সিটি। ট্রফিশূন্য মৌসুম এড়াতে মরিনহোর সামনে থাকল শুধু এফ এ কাপটাই।