• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    সাকিবকে নিয়ে 'সংশয়' নেই, 'বাড়তি সুবিধা'ই পাবে বাংলাদেশ

    সাকিবকে নিয়ে 'সংশয়' নেই, 'বাড়তি সুবিধা'ই পাবে বাংলাদেশ    

    অস্ট্রেলিয়া যাওয়ার আগে দলকে ‘অনুপ্রেরণা’ যোগাতে শ্রীলঙ্কা গিয়েছিলেন সাকিব আল হাসান। নিদাহাস ট্রফিতে তার খেলা হচ্ছে না- এমনটাই ভাবা হয়েছিল। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন, অনুশীলন শুরু করলেন। এবার উড়ে গেলেন শ্রীলঙ্কা। হুট করেই দলে ডাকা হয়েছে তাকে, বৃহস্পতিবার বিকেলে দলের সঙ্গে যোগও দিয়েছেন। ‘সুযোগ’ থাকলে সাকিব দলের সঙ্গে যুক্ত হবেন, বাংলাদেশ দল সেটা জানতো আগে থেকেই- বলছেন বাংলাদেশ কোচ কোর্টনি ওয়ালশ। আর শ্রীলঙ্কা কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতে, সাকিব ফিরে আসায় ‘বাড়তি সুবিধা’ পাবে বাংলাদেশ। 

    ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পেয়েছিলেন সাকিব। এরপর টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছিল তাকে, পরে গিয়ে বাদ পড়েছিলেন। নিদাহাস ট্রফির ক্ষেত্রেও ঘটেছে এমনই, তার জায়গায় দলে নেওয়া হয়েছে লিটন দাসকে। তবে সাকিবকে নিয়ে কোনোরকমের সংশয় তৈরির সুযোগ নেই বলে বলছেন ওয়ালশ, ‘আর সব ক্রিকেটারের মতোই তাকে পর্যবেক্ষণ করা হবে। যদি সে ফিট থাকে, তাহলে তাকে ম্যাচের জন্য বিবেচনা করা হবে। ঢাকায় সে নেট সেশন করেছে। কোনও রকমের সংশয় তৈরি হবে না।’ 

    সেট-আপে তিনি শুরু থেকেই ছিলেন, ‘আমরা টুর্নামেন্টের শুরু থেকেই তাকে পাওয়ার আশা করছিলাম, সে সেট-আপের অংশ সবসময়ই ছিল। আমরা জানতাম, সুযোগ থাকলে সে অবশ্যই ফিরে আসবে। এটা নিয়ে চিন্তার কিছু নেই। সাকিব ফিট হলে আমরা দলে তাকে স্বাগত জানাব।’ 

    সাকিবকে ছাড়াই শ্রীলঙ্কার ২১৪ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। তবে ভারতের সঙ্গে দুই ম্যাচে তার অভাবটা বেশ স্পষ্ট হয়েই ধরা দিয়েছে। তিন ম্যাচেই বাংলাদেশ ছয়জন ব্যাটসম্যানের সঙ্গে পাঁচজন ব্যাটসম্যান নিয়ে খেলেছে, স্বীকৃত অলরাউন্ডার বলতে ছিলেন না কেউই। শ্রীলঙ্কার সঙ্গে শুক্রবারের ম্যাচটি কার্যত এখন সেমিফাইনাল, সে ম্যাচের আগে সাকিবের অন্তর্ভুক্তি বাংলাদেশকে বাড়তি সুবিধা দিবেই বলে ধারণা শ্রীলঙ্কার কোচ হাথুরুসিংহের, ‘সে খুবই ভাল ক্রিকেটার বলে আমাদের কিছু করার নেই, যদি সে খেলে তবে সেভাবে প্রস্তুতি গ্রহণ ছাড়া। আমার মনে হয় এটা তাদের জন্য বাড়তি একটা সুবিধা, কারণ এতে করে তারা ভিন্ন কম্বিনেশনে খেলতে পারবে, সেটা একজন বাড়তি বোলার বা ব্যাটসম্যান- যাকে খেলিয়েই হোক।’ 

    শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা জিততেই মরিয়া হয়ে বাংলাদেশ সাকিবকে দলে এনেছে, এমন ভাবনাও নাকচ করেছেন হাথুরুসিংহে, ‘না, আমার মনে হয় না, বিশেষত সে যদি ফিট থাকে। আমার মনে হয়, এক্ষেত্রে তারা ভাগ্যবান, এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সে সেরে উঠেছে। যদি সে ফিট না থাকতো, অনুশীলন না করতো, তাহলে আমি মেনে নিতাম (যে বাংলাদেশ মরিয়া)। যদি সে ফিট থাকে, তাহলে এটা অবশ্যই তাদের জন্য বাড়তি সুবিধা, কারণ সে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার, মানসম্পন্ন ক্রিকেটার।’