বহাল থাকল মিরপুরের শাস্তি
আড়াই দিনেই পড়েছিল ৪০ উইকেট, মিরপুরের উইকেট ব্যাটসম্যানদের জন্য ছিল বধ্যভূমি। শ্রীলঙ্কার সঙ্গে টেস্টের পর মিরপুরের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছিল আইসিসি। সেটার বিরুদ্ধে বিসিবি আপিল করলেও ধোপে টেকেনি তা। আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিরপুরের উইকেটের ওপর একটি ডিমেরিট পয়েন্টের শাস্তি বহাল থাকছে।
ওই ম্যাচের রেফারি ডেভিড বুন তাঁর প্রতিবেদনে বলেছিলেন, মিরপুরের উইকেট অসম বাউন্সের সাথে টার্নও ছিল অধারাবাহিক। ব্যাটসম্যানদের এখানে করার বেশি কিছু ছিল না। বিসিবি পরে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেয়। ক্রিকেট কমিটির জেনারেল ম্যানেজার জিওফ্রি অ্যালারডাইস ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে আবেদনটা খতিয়ে দেখার পর সেটি ফিরিয়ে দিয়েছেন, বহাল রেখেছেন ম্যাচ রেফারির শাস্তি।
মিরপুরে এই ডিমেরিট পয়েন্ট কার্যকর থাকবে পাঁচ বছরের জন্য, এর মাঝে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা থেকে এক বছর নিষিদ্ধ হবে শের-ই-বাংলা। এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্টে এই ভেন্যুর আউটফিল্ড পেয়েছিল ‘পুওর’ রেটিং।