রিয়ালের প্রতিপক্ষ জুভেন্টাস, লিভারপুলের সিটি
গত বছরের ফাইনালের প্রতিপক্ষরাই মুখোমুখি হচ্ছে আবার, তবে এবার কোয়ার্টার ফাইনালে। চ্যাম্পিয়নস লিগের শেষ-৮ এ জুভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রতিপক্ষ রোমা।
চ্যাম্পিয়নস লিগের শেষ ৮-এ ইংল্যান্ডের ছিল দুই দল। তবে সেমিফাইনালের আগেই বাদ পড়বে একটি। লিভারপুলের সাথে ম্যাচ পড়েছে ম্যানচেস্টার সিটির। আর জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ খেলবে সেভিয়ার বিপক্ষে।
প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে এপ্রিলের ৩ ও ৪ তারিখে। পরের লেগ ১০ ও ১১ তারিখ।
সময়সূচীঃ
প্রথম লেগ
এপ্রিল ৪
জুভেন্টাস - রিয়াল মাদ্রিদ
সেভিয়া - বায়ার্ন মিউনিখ
এপ্রিল ৫
লিভারপুল-ম্যানচেস্টার সিটি
বার্সেলোনা-রোমা
দ্বিতীয় লেগ
এপ্রিল ১১
রোমা-বার্সেলোনা
ম্যানচেস্টার সিটি-লিভারপুল
এপ্রিল ১২
বায়ার্ন মিউনিখ-সেভিয়া
রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস
*সব খেলা বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিট