• লা লিগা
  • " />

     

    আগের চেয়ে কম 'স্বার্থপর' মেসি!

    আগের চেয়ে কম 'স্বার্থপর' মেসি!    

    ক্যারিয়ারের শুরুর দিকে দলকে নিয়ে খুব একটা ভাবতে হয়নি। ইনিয়েস্তা, জাভিরা থাকায় নির্ভার হয়েই খেলেছেন লিওনেল মেসি। সময় পাল্টেছে, তরুণ সেই মেসিই এখন বার্সেলোনার মধ্যমণি, ভাবতে হয় পুরো দলকে নিয়েই। মেসি বলছেন, খেলার মাঠে আগের চেয়ে অনেক কম ‘স্বার্থপর’ তিনি।

     

     

    সর্বজয়ী বার্সেলোনা দলের অন্যতম সদস্য ছিলেন। কালের পরিক্রমায় সেই দলের বেশিরভাগ ফুটবলারই নেই বার্সায়। সিনিয়র সদস্য হিসেবে সেই সময়ের চেয়ে এখন দায়িত্বটা অনেক বেড়ে গেছে মেসির। হয়ত সেই কারণেই খানিকটা বদলে ফেলেছেন নিজেকেও।

    এই মৌসুমে আছেন অতিমানবীয় ফর্মে, করেছেন ৩৪ গোল। কিছুদিন আগে চ্যাম্পিয়নস লিগে একাই হারিয়ে দিয়েছেন চেলসিকে। তবে নিজে গোল করার চেয়ে অন্যকে দিয়ে গোল করানোতেই বেশি মনোযোগ মেসির, ‘আমি আগে বল দখল করে নিজে টেনে নিয়ে যেতাম। এখন দলের অন্যদের কথাই বেশি ভাবি। আগের চেয়ে বেশি পাস দেই, ‘স্বার্থপর’ ভাব অনেকটাই কমে গেছে। পুরো মাঠজুড়েই নিজের উপস্থিতি জানান দিতে চাই আগের মতোই, কিন্তু সেটা একটু ভিন্নরূপে। নিজের জন্য না, সতীর্থদের জন্য।’