ভুলটা আসলে আম্পায়ারই করেছেন: জয়াবর্ধনে
শেষ ওভারে করা ইসরু উদানার দ্বিতীয় বলটা নো-বল ছিল কী ছিল না, সে নিয়ে কম বিতর্ক হয়নি। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান তো এ নিয়ে তর্কের এক পর্যায়ে মাঠ থেকে বের হয়ে আসার ইশারা করেছিলেন মাহমুদউল্লাহ-রুবেলকে। আম্পায়ার শেষ পর্যন্ত নো-বল না দিলেও জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। তবে এই ইস্যু নিয়ে ম্যাচ শেষেও হয়েছে কয়েক দফা কথা কাটাকাটি। সাবেক শ্রীলংকা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে অবশ্য মনে করেন, ভুলটা আসলে আম্পায়ারেরই ছিল।
মুস্তাফিজকে দেওয়া উদানার দ্বিতীয় বাউন্সারটি নো-বল ছিল বলেই মানছেন জয়াবর্ধনে, ‘নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ভুলটা আম্পায়ারের ছিল, ওটা অবশ্যই নো বল। আম্পায়াররা ঘটনাকে আরও খারাপের দিকে নিয়ে গেছেন পরিস্থিতি শক্ত হাতে না সামলে।’
ম্যাচের শেষ ওভারে ও ম্যাচের পর যা হয়েছে, সেটায় হতাশ জয়াবর্ধনে, 'মাঠ ছেড়ে বের হয়ে যাওয়ার হুমকি, জয়ের পর দুই পক্ষের তর্ক, যা কিছু হয়েছে সেটা কোনো ক্রিকেট ভক্তই দেখতে চান না। এরকম মুহূর্তে সবাই আবেগি হয়ে পড়ে, তবে ক্রিকেটারদের আরও বড় দায়িত্ব আছে, তাদের সেটাও মাথায় রাখতে হবে।’
আশা জাগিয়েও ঘরের মাঠে ফাইনালে উঠতে পারেনি শ্রীলংকা। এই শ্রীলংকা দল ফাইনালে খেলার যোগ্য নয় বলেই মনে করেন জয়াবর্ধনে, ‘শ্রীলংকার ছিটকে যাওয়াতে অবশ্যই এখানে সবাই হতাশ। তবে সত্যি বলতে টানা তিন পরাজয়ের পর এই দল ফাইনালে খেলার যোগ্যতা রাখে না। শুরুর ধাক্কা কাটিয়ে ভারত দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশও গুরুত্বপূর্ণ মুহূর্তে অভিজ্ঞতার পরিচয় দিয়েছে।’