ইতালি দলে ফিরলেন বুফন
সুইডেনের কাছে প্লে অফে হেরে বিশ্বকাপে বাদ পড়ার পরই ইতালির জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন জিয়ানলুইজি বুফন। তবে অস্থায়ী কোচ লুইজি ডি বিয়াজো বরাবরই নিজের দলে ৪০ বছর বয়সী গোলরক্ষককে রাখতে চাইছিলেন। শেষ পর্যন্ত তার কথায় রাজি হয়েছেন বুফন। এই সপ্তাহে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিপক্ষে ইতালির প্রীতি ম্যাচের দলে রয়েছেন জুভেন্টাস গোলরক্ষক।
গত মাস থেকেই বুফনকে আন্তজার্তিক ফুটবলে ফেরানোর চেষ্টা চালিয়ে আসছিলেন ডি বিয়াজো। ইতালিয়ান কোচ তখন জানিয়েছিলেন, "আমি বুফনের সাথে কথা বলেছি। আর দুই, তিনটা ম্যাচ খেলে যাতে বিদায় নেয় সেই প্রস্তাব দিয়েছে। সুইডেনের কাছে হারটা তার মতো খেলোয়াড়ের শেষ ম্যাচ হয়ে থাকা উচিত না। "
জাতীয় দলের যখন প্রয়োজন হয়, সেই ডাকে সাড়া দিতে প্রস্তুত থাকা উচিত- এমনটাই মনে করে করেন বুফন। ডি বিয়াজোর কথার পর ইতালির এক অনুষ্ঠানে বুফনই ইঙ্গিত দিয়েছিলেন দলে ফেরার। "জাতীয় দলের যখন প্রয়োজন হয়, সেই ডাকে সাড়া দিতেই হবে, কোনোভাবেই সেটা উপেক্ষা করা যাবে না।"