• লা লিগা
  • " />

     

    জুভেন্টাসকেই চাপে ফেলে দিল নাপোলি

    জুভেন্টাসকেই চাপে ফেলে দিল নাপোলি    

    মৌসুমের শুরুতে যদি আপনাকে জিজ্ঞেস করা হত ইউরোপের শীর্ষ ৫ লিগের কোনটির শিরোপা লড়াইয়ে জমে উঠবে সবচেয় বেশি? সেই তালিকায় সিরি আর অবস্থান হয়ত প্রিমিয়ার লিগ আর লা লিগার পরেই থাকত। কিন্তু ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানিতে উত্তাপ ছড়াতে না পারলেও ইতালির শিরোপা লড়াই কিন্তু রঙ বদলাচ্ছে প্রায় প্রতি সপ্তাহেই। খবর রাখছেন তো আপনি? 

    লাতসিওকে শেষ মুহুর্তের গোলে হারানোর পর শীর্ষস্থানে ৪ পয়েন্টে এগিয়ে ছিল জুভেন্টাস। কিন্তু এ সপ্তাহে স্পালের মাঠে গোলশূন্য ড্র করে নাপোলিকে আবারও ফিরে আসার সুযোগ করে দিয়েছিল তারা। কাল জেনোয়ার সাথে জিতলেই ব্যবধানটা দুই পয়েন্টে কমিয়ে আনতে পারত নাপোলি। ঘরের মাঠে অবশ্য এমন সমীকরণ নিয়েও গোলটাই পাচ্ছিল না তারা। পরে ৭২ মিনিটে রাউল আলবিওলের গোলে শেষ পর্যন্ত জেনোয়াকে হারিয়ে আবারও শিরোপা লড়াই জমিয়ে তুলেছে নাপোলি।

    শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৭৫, দুইয়ে থাকা নাপোলির ৭৩। লিগের বাকি আর ৯ ম্যাচ। আগামী মাসেই মুখোমুখি হবে দুই দল। এর আগে পরে ফিকশ্চার অনুযায়ী জুভেন্টাসের জন্যই অপেক্ষা করছে কঠিন ম্যাচগুলো। শেষ ৯ ম্যাচে ৪ টিতেই জুভের প্রতিপক্ষ নাপোলিসহ, ইন্টার মিলান, এসি মিলান, রোমার মতো দল। এর সঙ্গে আছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচও। সবমিলিয়ে সামনের সময়টায় কঠিন পরীক্ষাই দিতে হবে জুভেন্টাসকে। সে তুলনায় নাপোলির জন্য কঠিন ম্যাচের সংখ্যা কমই। জুভেন্টাস ছাড়া বড় দল বলতে মিলানের বিপক্ষে খেলা আছে নাপোলির।   

    গতকাল সিরি আর অন্য ম্যাচে জিতেছে ইন্টার মিলানও। সাম্পোদরিয়াকে ৫-০ গোলে হারিয়েছে তারা।মাউরো ইকার্দি একাই করেছেন চার গোল। তবে, রোমা ক্রোটনেকে ২-০ গোলে হারানোয় পয়েন্ট তালিকার তিনে ওঠা হয়নি ইন্টারের।