• বিশ্বকাপ বাছাইপর্ব
  • " />

     

    বৃষ্টি আর আম্পায়ারের ভুলে বিশ্বকাপ আশা শেষ স্কটল্যান্ডের

    বৃষ্টি আর আম্পায়ারের ভুলে বিশ্বকাপ আশা শেষ স্কটল্যান্ডের    

    বৃষ্টিতে যখন খেলা বন্ধ হয়ে গেল, স্কটল্যান্ডের তখন জয়ের জন্য দরকার ৮৮ বলে ৭৪ রান। হাতে আছে ৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ আর স্কটল্যান্ড, দুই দলের জন্যই সুযোগটা হয়তো ফিফটি-ফিফটি বলতে পারেন। কিন্তু কে জানত, বেরসিক বৃষ্টি ধুয়ে নিয়ে যাবে সব রোমাঞ্চ? খেলাই আর শুরু হতে পারেনি, ডাকওয়ার্থ লুইস মেথডে ম্যাচটা মাত্র ৫ রানে হেরে গেছে স্কটল্যান্ড। বিশ্বকাপ আশা শেষ হয়ে গেছে তাদের, আর এই জয় বিশ্বকাপ নিশ্চিত করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের।

    স্কট্যলান্ড নিজেদের সবরকমভাবে চূড়ান্ত দুর্ভাগা মনে করতেই পারে। বৃষ্টি এসে যে তাদের পথে কাঁটা বিছিয়ে গেছে বলে শুধু নয়, আম্পায়ারের ভুল সিদ্ধান্ত না হলেও হয়তো ডিএল মেথডে এগিয়ে থাকত তারাই। ৪ উইকেটে যখন তারা ১০৫ রান তুলে ফেলেছিল, অ্যাশলি নার্সের বলে এলবিডব্লু হয়ে যান রিচি বেরিংটন। কিন্তু রিপ্লেতে দেখা গেছে, বল স্টাম্পে লাগত না। বিশ্বকাপ বাছাইয়ের জন্য আইসিসি ডিআরএস রাখেনি বলে সিদ্ধান্তটা চ্যালেঞ্জ করারও সুযোগ ছিল না স্কটল্যান্ডের। ওই সময় ওই আউট না হলে পরিস্থিতিটা অন্যরকমও হতে পারত।

    লক্ষ্যটা ছিল অনেকটাই সহজ, ১৯৯ রান তো আজকাল ওয়ানডেতে কিছুই নয়। শুরুটা অবশ্য ভালো হয়নি স্কটল্যান্ডের, ৬ রানেই ফিরে যান অধিনায়ক কাইল কোয়েটজার। ১২ রানে ফিরে যান আরেক ওপেনার ক্রসও। ২৫ রানে মাইকেল জোন্সও ফিরে গেলে আরেকটা ধাক্কা খায় স্কটিশরা। কিন্তু এরপর ম্যাকলিওড-বেরিংটন যোগ করেছেন ৪২ রান। ম্যাকলিওড ২১ রান করে আউট হলেও বেরিংটন আর মুনসে এগিয়ে যাচ্ছিলেন লক্ষ্যের দিকে। কিন্তু এরপরেই ওই সিদ্ধান্ত, যেটার পর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে বৃষ্টি।

    হারারেতে তার আগে বল করতে নেমে স্কটল্যান্ডের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। মুখোমুখি প্রথম বলেই আউট ক্রিস গেইল। যিনি তাঁকে আউট করেছেন, সেই শরীফ কোনো রান না করার আগেই ফিরিয়ে দিয়েছেন শাই হোপকেও। এভিন লুইস ও মারলন স্যামুয়েলস চেষ্টা করেছিলেন, ১২১ রানও তুলে ফেলেছিলেন তৃতীয় উইকেটে। কিন্তু ৬৬ রান করে লুইসের আউটের পর আবার পথ হারায় ওয়েস্ট ইন্ডিজ। স্যামুয়েলস ৫১ রান করতে খেলে ফেলেছিলেন ৯৮ বল, রানের গতি বাড়াতে গিয়ে আউট হয়ে গেলেন। হোল্ডার, পাওয়েল কেউই খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। শেষ দিকে কার্লোস ব্রাথওয়েটের ২৬ বলে ২৪ রান না হলে রান তো ২০০র কাছাকাছিও যায় না।  কে জানত, সেই ইনিংসই এমন মহামূল্যবান হয়ে যাবে?

     

     

    এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের পয়েন্ট ৫, আমিরাতকে হারালে তারাই চলে যাবে বিশ্বকাপে। আর হেরে গেলে আফগানিস্তান আর আয়ারল্যান্ডের ম্যাচে জয়ী দলের সুযোগ থাকবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হওয়ার।