• বিশ্বকাপ বাছাইপর্ব
  • " />

     

    '১০ দলের বিশ্বকাপে সুযোগ পাওয়া অনেক কঠিন'

    '১০ দলের বিশ্বকাপে সুযোগ পাওয়া অনেক কঠিন'    

    ১০ দলের বিশ্বকাপ নিয়ে কম সমালোচনা হয়নি। ফিফা যেখানে বিশ্বকাপে দল বাড়ানোর কথা ভাবছে, আইসিসি তখন বিশ্বকাপকে আরও কম দলের মাঝে সীমাবদ্ধ করার পরিকল্পনাই করছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারের বাছাইপর্ব থেকে মাত্র ২টি দলই উঠবে ২০১৯ বিশ্বকাপের মূল পর্বে। গতকাল বাছাইপর্বের শেষ ম্যাচে বৃষ্টি ও আম্পায়ারের ভুলে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপে যাওয়া হয়নি স্কটল্যান্ডের। স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার ভাগ্যর পাশাপাশি দুষছেন আইসিসির ১০ দলের বিশ্বকাপ নীতিকেও।

    ১৯৯৯, ২০০৭, ২০১৫ বিশ্বকাপে অংশ নিয়েছিল স্কটল্যান্ড। এবারো বিশ্বকাপের পথে খুব ভালোভাবেই এগোচ্ছিল তারা। ক্যরিবিয়ানদের হারাতে পারলেই বিশ্বকাপের পথ সুগম হতো। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৯৮ রানে অলআউট করে জয়ের আশাও জাগিয়েছিলেন কোয়েটজাররা। কিন্তু বৃষ্টি আর ভুল সিদ্ধান্তে শেষ পর্যন্ত ৫ রানে হেরেছে স্কটল্যান্ড।

    কোয়েটজার মনে করেন, আইসিসির এই নীতি ক্রিকেটের ক্ষতিই করছে, ‘যখন ১০ দলের বিশ্বকাপ হবে, বাছাইপর্ব থেকে মাত্র ২টি দল উঠবে, তখন আসলে কোয়ালিফাই করা খুব কঠিন ব্যাপার। আমাদের মতো সহযোগী দেশগুলোর জন্য এটা আরও বেশি কঠিন। মাঠের দর্শকসহ পুরো পৃথিবীই হয়ত চাইছিল আমরা আবার বিশ্বকাপে খেলি। বাছাইপর্বের সেরা পাঁচ রান সংগ্রাহক ও উইকেটশিকারি বোলারদের তালিকায় আমাদের ক্রিকেটাররা আছে। এটাই প্রমাণ করে যে আমরা ‘পূর্ণ সদস্যদের’ চেয়ে একদমই পিছিয়ে নেই।’

    রিচি বেরিংটনের সেই বিতর্কিত এলবিডব্লিউটা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। রিভিউ না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তই মেনে নিতে হয় স্কটল্যান্ডকে। কোয়েটজার মানছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে এরকম ভুল সিদ্ধান্তের জন্যই হেরেছেন তারা, ‘নিশ্চিতভাবেই ওটা ভুল সিদ্ধান্ত ছিল। টুর্নামেন্টে এটা নতুন কিছু নয়, রিভিউ না থাকায় অনেক সিদ্ধান্তই মেনে নিতে হয়েছে আগের ম্যাচেও। পরপর দুই ম্যাচে দুর্ভাগ্যের শিকার হলাম আমরা। বড় ম্যাচে এরকম ব্যাপারই হারের কারণ হয়ে দাঁড়ায়।’