কস্তার পা ভেঙে দেবেন কাসেমিরো!
গত বছর কার্ডিফে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস। এ বছর কোয়ার্টার ফাইনালে আবার দেখা হচ্ছে দুই দলের। ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির পর আন্তর্জাতিক বিরতিতে নিজ দেশের ক্যাম্প যোগ দিয়েছেন ফুটবলাররা। আগামীকাল বাংলাদেশ সময় রাত ১০টায় রাশিয়ার বিপক্ষে মাঠে নামবে নেইমারবিহীন ব্রাজিল। দিন চারেক পর ২৭ মার্চ বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে ‘সেলেসাও’রা।
আগামীকাল লুঝনিকি স্টেডিয়ামে রাশিয়ার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন রিয়ালের কাসেমিরো এবং জুভেন্টাসের ডগলাস কস্তা। কোয়ার্টারে একে অপরের বিপক্ষে মাঠে নামবেন দুজন। সেই ম্যাচের উত্তাপটা আগেভাগে ছড়িয়ে দিতেই হয়ত কাসেমিরোকে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন, “সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগের ৮৫ মিনিটের খেলা চলছে। এমন সময় উইংয়ে দৌঁড়াচ্ছেন কস্তা। আপনি একমাত্র ডিফেন্ডার। আপনি কি বিশ্বকাপের কথা চিন্তা করবেন তখন?” জবাবটা স্বভাবসুলভই দিলেন কাসেমিরো, “একদমই না। আমি ওর পা ভেঙ্গে দিব”। বলেই তাকালেন পাশে বসা কস্তার দিকে। সতীর্থের জবাবা শুনে অট্টহাসিতেই ফেটে পড়লেন এই উইঙ্গার। বন্ধুর উত্তরটা যে কৌতুক হিসেবেই নিয়েছেন কস্তা, সেটা বোঝা গেল তার হাসিতেই।