যা-ই করি, মাশরাফি ভাইয়ের সঙ্গে কথা বলেই করি : নাসির
গতবার নাসির হোসেন ছিলেন প্রিমিয়ার ডিভিশন লিগের চ্যাম্পিয়ন গাজী গ্রুপের অধিনায়ক। এবার তার কাঁধে আবাহনীর নেতৃত্ব, গ্রুপ-পর্বে দারুণ করার পর সুপার লিগের প্রথম ম্যাচেও যারা জিতলো দাপটের সঙ্গেই, নাসিরের সাবেক দল সেই গাজীর বিপক্ষেই। এবারও কি চ্যাম্পিয়ন অধিনায়ক হবেন তিনি? সুপার লিগে অবশ্য এখনও চার রাউন্ড বাকি আবাহনীর, তবে শিরোপার দিকে আরেকধাপ এগিয়েই গেল তারা। তবে দলের সামর্থ্য অনুযায়ী আবাহনী এখনও খেলতে পারেনি বলেই মনে করছেন নাসির। তার মতে, এক মাশরাফি বিন মুর্তজা ছাড়া ধারাবাহিক ভাবে পারফর্ম করতে পারেননি আর কেউই।
‘না ভালো বলতে, আমি যেটা মনে করি আমাদের যে দল আছে, সেই অনুযায়ী আমরা খেলতে পারিনি। আরেকটা ব্যাপার হল, আপনি যদি দেখেন কেউ কোনো ম্যাচ একা জেতায়নি। এমন না যে কেউ ধারাবাহিক। এক মাশরাফি ভাই ছাড়া কেউ ধারাবাহিকভাবে পারফর্ম করছে বলে আমার মনে হয় না’, আজ গাজী গ্রুপকে উড়িয়ে দেওয়ার পর বলেছেন নাসির।
তবে তাদের একমাত্র লক্ষ্য শিরোপা জয়ই, ‘সবচেয়ে বড় কথা আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছি। চ্যাম্পিয়নের বিকল্প কিছুই দেখছি না। সুপার লিগের প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। তো আল্লাহর রহমতে সেটা জিততে পেরেছি। তো এখন চেষ্টা করবো এই মোমেন্টামটা সামনে নিয়ে যাওয়ার জন্য।’
মাশরাফি দলে থাকতেও তিনি অধিনায়ক, নাসিরের অবশ্য সুবিধাই হয়েছে তাতে। পরামর্শ নিতে কুন্ঠা করছেন না, চাইলেই মিলছে সাহায্য, ‘আসলে অধিনায়কত্বের ক্ষেত্রে এখানে ভূমিকাটা একটু কম। অনেক সিনিয়র ক্রিকেটাররা আছেন, মাশরাফি ভাই আছেন। হ্যাঁ, আমি সবকিছুই করছি, তারপরও যা-ই করি না কেন মাশরাফি ভাইয়ের সাথে কথা বলে করছি। মাশরাফি ভাইয়ের সম্পৃক্ততা...আমি যা করি তার সাথে কথা বলে। তিনি হয়তো বা মাঠে ওরকম কথা বলেন না, কিন্তু যখন যেটা বলেন সেটাই নিচ্ছি।’
সুপার লিগের প্রথম ম্যাচের পর ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আবাহনী। দুইয়ে থাকা দোলেশ্বরের পয়েন্ট সমানসংখ্যক ম্যাচ খেলে ১৫।