মজিদ-নাঈমে বিফলে গেলো লিটনের সেঞ্চুরি
প্রাইম দোলেশ্বর- লিজেন্ডস অফ রূপগঞ্জ, মিরপুর
টস- লিজেন্ডস অফ রূপগঞ্জ (ফিল্ডিং)
প্রাইম দোলেশ্বর ২৫৭/৫ (লিটন ১০২, ইকবাল ৪২*, নাঈম ২/২৮)
লিজেন্ডস অফ রূপগঞ্জ ৪৮.৪ ২৬০/৫ ( নাঈম ৮৮, মজিদ ৫৮, রেজা ২/৫৪)
লিজেন্ডস অফ রূপগঞ্জ ৫ উইকেটে জয়ী
আগের ম্যাচে ফরহাদ রেজার অতিমানবীয় এক ইনিংসে জয় পেয়েছিল প্রাইম দোলেশ্বর। আজ লিটন দাসের দুর্দান্ত এক সেঞ্চুরি আশা জাগালেও জয়টা আসেনি। লিটনের সেঞ্চুরির পরেও আব্দুল মজিদ-মোহাম্মদ নাইমের জুটিতে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। এই জয়ে পয়েন্ট টেবিলে আবার দুইয়ে এলো রূপগঞ্জ।
লক্ষ্য ছিল ২৫৮। রূপগঞ্জের আব্দুল মজিদ ও নাইম শেখের ওপেনিং জুটিতেই আসলে ম্যাচ থেকে ছিটকে যায় দোলেশ্বর। নাইম-মজিদ দুইজনই করেন ফিফটি। ৫ চার ও এক ছয়ে ৫৮ রান মজিদের। ১৪০ রানের জুটি ভাঙে ফজলে রাব্বির বলে মজিদ আউট হলে।
সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন নাইম, তবে মাত্র ১২ রান দূরে শাহানুর রহমানের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর আগে অবশ্য দলকে জয়ের ভিত গড়ে দিয়ে গেছেন। ৬ চার ও ৫ ছয়ে ১০১ বলে ৮৮ রান করেছেন তিনি।
নাইমের ফেরার পর মুশফিকুর রহিম ও নাঈম ইসলাম বাকি কাজটা এগিয়ে নিয়ে গেছেন। মুশফিক করেছেন ৪১ রান, নাঈম ৩১। শেষের দিকে দুইজন অল্প রানের ব্যবধানে ফিরলে কিছুটা জমে ওঠে ম্যাচ। ১২ বলে দরকার ছিল ৯ রান। ৪৯ তম ওভারে ফরহাদ রেজার ২য় বলে চার মারেন নাজমুল হোসেন, চতুর্থ বলে ছয় মেরে জয় নিশ্চিত করেন অভিষেক মিত্র।
মিরপুরে প্রাইম দোলেশ্বরের ইনিংস ছিল লিটনময়। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীর গতিতেই করেছিলেন দোলেশ্বরের দুই ওপেনার। সেটার মাশুল অবশ্য শেষে দিকে দিতে হয়েছে দলকে। ইমতিয়াজ হোসেনকে নিয়ে ৬৯ রানের ওপেনিং জুটি গড়েন লিটন, সময় নিয়েছেন ২০.৪ ওভার। ২৯ রানে ইমতিয়াজ ফিরলে লিটনকে সঙ্গ দিয়েছেন ফজলে রাব্বি।
৯ চার ও ২ ছয়ে ১২৬ বলে লিটন করেন ১০৭ রান। লিটন-রাব্বি জুটি তুলেছে ১১৩ রান। শেষ ১০ ওভারে মারমুখী হওয়ার জন্য হাত খুলতে শুরু করেছিলেন লিটন, সেটাই কাল হলো। নাঈম ইসলামের বলে মোশাররফ হোসেনকে ক্যাচ দিয়ে ফিরলেন। ১৫ রানের মাঝে আর ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে দোলেশ্বর।
দোলেশ্বরের স্কোর যে ২৫০ পেরিয়েছে, তার পুরো কৃতিত্ব ইকবাল আব্দুল্লাহর। ২ চার ও ৪ ছক্কায় ২২ বলে অপরাজিত ৪২ রানের দুর্দান্ত এক ক্যামিওতে লড়াই করার পুঁজি পায় দল। শেষ পর্যন্ত অবশ্য এটাও যথেষ্ট হয়নি।