• লা লিগা
  • " />

     

    রিয়ালের হয়ে আত্মবিশ্বাসী হতে পারেন না ইস্কো!

    রিয়ালের হয়ে আত্মবিশ্বাসী হতে পারেন না ইস্কো!    

    রিয়াল মাদ্রিদে যে খুব সুখে নেই, সেটা বেশ কয়েকবারই প্রকাশ পেয়েছে তার কথায়। ইস্কোর মাদ্রিদ ছাড়ার গুঞ্জনটাও গত দুই মৌসুমে উঠেছে বহুবার। আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকের পর ইস্কো বলছেন, রিয়ালের জার্সি গায়ে এখন আর আত্মবিশ্বাসী হতে পারেন না তিনি।

    একাদশে অনিয়মিত ইস্কোকে বেশিরভাগ সময় কাটাতে হয় বেঞ্চেই। জিদানের রিয়ালে যেন অনেকটাই ব্রাত্য জাতীয় দলের হয়ে আলো ছড়ানো ইস্কো। গতকাল আর্জেন্টিনার বিপক্ষে আবারও প্রমাণ করলেন নিজেকে। তিনি যে একাদশে থাকার ‘যোগ্য’, সেটাই প্রমাণ করতে চেয়েছেন, ‘মাদ্রিদে আমি সেই আত্মবিশ্বাসটা পাইনা যা একজন ফুটবলারের থাকা দরকার। প্রতিবার জাতীয় দলের ম্যাচ আমার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। এখানে আমি প্রমাণ করতে চাই যে, আমি একজন ভালো ফুটবলার।’

    ক্লাবের চেয়ে জাতীয় দলের কোচের সাথে কাজ করেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ইস্কো, ‘আমি স্পেনের হয়ে যখনই খেলি, লোপেতেগি আমাকে অনেক সাহস যোগান। আমি আসলে জানিনা, আমিই মাদ্রিদের জন্য সমস্যা কিনা! কীভাবে জিদানের প্রিয়পাত্র হবো সেটাও বুঝতে পারি না।’