'ওয়ার্নার একজন ভালো মানুষ’
বল টেম্পারিংয়ের ‘মূল-কারিগর’ সন্দেহে নিষিদ্ধ হয়েছেন। নিষেধাজ্ঞার পাশাপাশি ডেভিড ওয়ার্নারকে মাথা পেতে নিতে হচ্ছে আরও বড় শাস্তি। যতদিন অস্ট্রেলিয়ার জার্সি গায়ে খেলবেন, কখনোই নেতৃত্বের স্বাদ পাবেন না। সবকিছু মিলিয়েই দুঃসময় পার করছেন ওয়ার্নার। এতকিছুর মাঝেও ওয়ার্নার অবশ্য পাশে পাচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের অধিনায়ককে। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন মনে করেন, ওয়ার্নার একজন ‘ভালো মানুষ’।
জাতীয় দলের পাশাপাশি নিষিদ্ধ হয়েছেন এবারের আইপিএলেও। এর আগেই অবশ্য হায়দরাবাদের অধিনায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন। হায়দরাবাদ সতীর্থ উইলিয়ামসনের মতে, ওয়ার্নারকে ‘খারাপ’ ভাবার কোনো সুযোগ নেই, ‘আইপিএলে কিছু সময় একসাথে কাটিয়েছি ড্রেসিংরুমে। ওর বিপক্ষেও খেলেছি। সে কোনোভাবেই খারাপ মানুষ নয়! হয়ত সাম্প্রতিক ঘটনায় তাকে নিয়ে অনেক কথা হচ্ছে। এটা সময়ের সাথে মিলিয়ে যাবে। ওয়ার্নার সত্যিই একজন ভালো মনের মানুষ।’
ভুল থেকে ওয়ার্নারকে শিক্ষা নিতেও বলছেন উইলিয়ামসন, ‘সে ভুল করেছে, স্বীকারও করেছে। সবাই হতাশ এই ঘটনায়। বোর্ডের শাস্তিও পেতে হচ্ছে। আশা করি শাস্তির পর ভুল থেকে শিক্ষা নিয়ে আবারও ফিরবে সে।’