জয় দিয়েই জুভেন্টাস মহড়া সেরে নিল রিয়াল
মঙ্গলবার জুভেন্টাসের বিপক্ষে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। এরই মাঝে লা লিগা এবং কোপা ডেল রে থেকে ছিটকে পড়া রিয়ালের পুরো মনোযোগটাই এখন টানা তৃতীয়বারের মত ইউরোপসেরা হওয়ার। সেই চিন্তা থেকেই আজ লাস পালমাসের বিপক্ষে সার্জিও রামোস, ক্রিশ্চিয়ানো রোনালদো, টনি ক্রুস, মার্সেলোদের বিশ্রাম দিয়েছিলেন জিনেদিন জিদান। কিন্থ তারপরও হেসেখেলেই ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন গ্যারেথ বেল। অন্য গোলটি করেছেন ক্লাব ক্যারিয়ারে নিজের ৪০০তম ম্যাচে প্রথমবারের মত রিয়ালের অধিনায়ক হিসেবে নামা করিম বেনজেমা।
বড় ব্যবধানে হারলেও ম্যাচের শুরু থেকেই রিয়ালের সাথে সমানে সমান টেক্কা দিচ্ছিল লাস পালমাস। ম্যাচের ১২ মিনিটেই প্রথম সুযোগটা পেয়েছিল ক্যানারি দ্বীপপুঞ্জের ক্লাবটি। ডানপ্রান্ত থেকে দুজনকে কাটিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে শট নিয়েছিলেন বার্সেলোনা থেকে ধারে আসা অ্যালেন হালিলোভিচ। তরুণ এই উইঙ্গারের আগুনে শট দক্ষহাতে ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। এর মিনিটখানেক পরই ম্যাচে রিয়ালের প্রথম সুযোগটা পেয়েছিলেন অধিনায়ক বেনজেমা। মার্কো আসেন্সিওর সুযোগসন্ধানী থ্রু পাস থেকে ফ্রেঞ্চ এই স্ট্রাইকারের শট ফিরিয়ে দেন লাস পালমাস গোলরক্ষক লিয়ান্দ্রো চিচিজোলা। রিয়ালের হয়ে গোলের পরের সুযোগটা পেয়েছিলেন আসেনসিওই। ২৩ মিনিটে বেলের দারুণ ক্রস থেকে চিচিজোলাকে একা পেয়ে যান এই স্প্যানিশ উইঙ্গার। কিন্তু গোলের সামনে থেকেও রিয়ালকে লিড এনে দিতে ব্যর্থ হন তিনি। অবশ্য এজন্য খুব একটা ভুগতে হয়নি রিয়ালকে। ২৬ মিনিটেই দলকে এগিয়ে দেন বেল। মাঝমাঠ থেকে লুকা মদ্রিচের চমৎকার থ্রু পাস থেকে চিচিজোলাকে পরাস্ত করেন এই ওয়েলশ উইঙ্গার। তবে মিনিট তিনেক পরই লিড নেওয়ার আনন্দটা কিছুটা ফিকেই হয়ে রিয়ালের। ইনজুরিতে পড়ে ২৯ মিনিটে মাঠ ছাড়েন নাচো ফার্নান্দেজ। ডাগআউটে কান্নায় ভেঙ্গে পড়েন নাচো। হয়ত ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করার আশঙ্কাই হয়ত করছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
প্রথমার্ধে বলতে গেলে এটিই ছিল রিয়ালের একমাত্র দুশ্চিন্তার কারণ। ৩৯ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করে রিয়াল। লুকাস ভাজকেজকে ডিবক্সে ফাউল করে রিয়ালকে পেনাল্টি উপহার দেন স্ট্রাইকার জোনাথন কায়েরি। রোনালদোর অনুপস্থিতিতে ১২ গজ থেকে রিয়ালকে লিড এনে দেন বেনজেমা। প্রথমার্ধটা যেখান থেকে শেষ করেছিল রিয়াল, দ্বিতীয়ার্ধের সেখান থেকেই যেন শুরু করল তারা। আসলে লাস পালমাসই আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল রিয়ালকে। ৫১ মিনিটে বেলকে ডিবক্সে ফাউল করে নিজেদের বিপদটা আরও বাড়িয়ে দেন চিমো নাভারো। এবার অবশ্য বেনজেমার বদলে নিজেই পেনাল্টির দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন বেল। এবারও পরাস্ত হন চিচিজোলা। এই গোলের পরই যেন লড়াইয়ের অনুপ্রেরণাই হারিয়ে ফেলে লাস পালমাস। ম্যাচের বাকিটা সময় তেমন সুযোগই তৈরি করতে পারেনি তারা। অন্যদিকে বেনজেমা, বেলরাও যেন জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর খানিকোটা গা ছাড়া দিয়েছিলেন। না হলে আরও বড় জিয় নিয়েই মাঠ ছাড়তে পারত রিয়াল। তাই শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই জুভেন্টাস মহড়াটা সেরে নিল জিদানের দল।