• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    শেষ রাউন্ডের আগে প্রিমিয়ার লিগে জটিল অঙ্ক

    শেষ রাউন্ডের আগে প্রিমিয়ার লিগে জটিল অঙ্ক    

    প্রিমিয়ার লিগের বাকি এক রাউন্ড, শিরোপার নিষ্পত্তি হবে সেখানেই। ২২ পয়েন্টের আবাহনীর মুখোমুখি রুপগঞ্জ, তাদের পয়েন্ট ২০। আরেক ম্যাচে ২০ পয়েন্ট পাওয়া শেখ জামালের প্রতিপক্ষ খেলাঘর। গাজী গ্রুপ ও দোলেশ্বরের আরেক ম্যাচ কার্যত গুরুত্বহীন এখন। 

    আবাহনীর হিসাবটা সবচেয়ে সরল- রুপগঞ্জের সঙ্গে জিতলেই শিরোপা তাদের। তবে তারা ম্যাচ হারলে তাকিয়ে থাকতে হবে শেখ জামালের ম্যাচের দিকে, সেখানে শেখ জামাল হারলেই শুধু সুযোগ থাকবে আবাহনীর। আর শেখ জামালেরও শিরোপা ভাগ্য তাই নির্ভর করছে আবাহনী-রুপগঞ্জের ম্যাচের ওপর, নিজেদের জয়ের সঙ্গে অন্য মাচে রুপগঞ্জ জিতলেই তারা হয়ে যাবে চ্যাম্পিয়ন। 


    আবাহনী (জয়) এবং শেখ জামাল (জয়) - আবাহনী চ্যাম্পিয়ন 
    আবাহনী (জয়) এবং শেখ জামাল (পরাজয়)- আবাহনী চ্যাম্পিয়ন 
    আবাহনী (পরাজয়) এবং শেখ জামাল (জয়)- শেখ জামাল চ্যাম্পিয়ন 
    আবাহনী (পরাজয়) এবং শেখ জামাল (পরাজয়)- আবাহনী বা রুপগঞ্জ চ্যাম্পিয়ন (রান-রেটে এগিয়ে থাকা দল)


    আবাহনী হারলে ও শেখ জামাল জিতলে পয়েন্ট সমান হয়ে যাবে আবাহনী, রুপগঞ্জ ও শেখ জামাল- তিন দলেরই। তখন দেখা হবে নিজেদের মাঝে মুখোমুখি লড়াইয়ের ফল। যেখানে সবচেয়ে এগিয়ে শেখ জামাল। আবাহনী ও রুপগঞ্জের মুখোমুখি লড়াইয়ে চারবারের মধ্যে তিনবারই জিতেছে তারা। 

    মুখোমুখি লড়াইয়ের হিসাব কাটিয়ে রান-রেটের হিসাবে যাবে তখনই, যখন রুপগঞ্জ জিতবে ও হারবে শেখ জামাল। সেক্ষেত্রে আবাহনী ও রুপগঞ্জের ভেতর রান-রেট যার বেশি থাকবে, শিরোপা জিতবে তারাই।