• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কোয়ার্টার ফাইনালে রোনালদোর যত গোল

    কোয়ার্টার ফাইনালে রোনালদোর যত গোল    

    চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। সবার আগে ইউরোপসেরাদের টুর্নামেন্টে গোলের 'সেঞ্চুরি' পূরণ করেছেন। একমাত্র ফুটবলার হিসেবে এক মৌসুমে গ্রুপপর্বের সবগুলো ম্যাচে গোল করার রেকর্ডও কেবল তারই। চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলও ক্রিশ্চিয়ানো রোনালদোর। গোলের বিচারে চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সেরা ফুটবলার তিনিই। আজ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ক্যারিয়ারে মোট ১৮টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন মোট ২০টি।



     

    প্রতিপক্ষ গোল
     পোর্তো           ১
    বরুশিয়া ডর্টমুন্ড
    টটেনহাম হটস্পার
     অ্যাপোয়েল নিকোসিয়া
    রোমা
    ভলফসবার্গ
    গ্যালাটাসারে
    বায়ার্ন মিউনিখ