• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রিয়ালকে 'ফেভারিট' মানছেন না কিয়েলিনি

    রিয়ালকে 'ফেভারিট' মানছেন না কিয়েলিনি    

    আগের মৌসুমের ফাইনালে এই রিয়াল মাদ্রিদের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার কোয়ার্টার ফাইনালেই রিয়ালের সাথে দেখা হয়ে যাচ্ছে জুভেন্টাসের। প্রথম লেগে ঘরের মাঠে জিদানের দলকে আতিথিয়তা দেবে তুরিনের বুড়িরা। ম্যাচের আগে জুভেন্টাস ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি বলছেন, দুই লেগেই লড়াইটা হবে সমানে সমান।

     

     

    ফাইনালের সেই হারের পর পেরিয়ে গেছে ১০ মাস। নিজেদের লিগে শীর্ষে আছে জুভেন্টাস, অন্যদিকে লা লিগার শিরোপা দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে রিয়াল। সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করে রিয়ালকে ফেভারিট মানছেন না কিয়েলিনি, ‘দুই ম্যাচেই সমানভাবে লড়বে দুই দল। শেষ দেখায় আমাদের হারালেও রিয়াল প্রথম লেগে মোটেও ফেভারিট নয়।' 

    ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলেই জুভদের হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল। কিয়েলিনি এবারো তাকে নিয়ে সতর্ক থাকতে বললেন, ‘রোনালদো মাঠে কী করতে পারে, সেটা সে বহুবার প্রমাণ করেছে। সে একাই ম্যাচের মোড় পাল্টে দিতে পারে। তাকে আটকানোর সব চেষ্টাই আমরা করবো। তবে শুধু রোনালদোকে নিয়েই ভাবছি না। রিয়ালের মতো চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলতে হবে তাদের সবাইকে নিয়েই ভাবতে হবে।’