স্মিথদের নিষেধাজ্ঞা তুলে নিতে বলল অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
একটি ঘটনাই বদলে দিয়েছে তাদের তিনজনের জীবন। বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্মিথ-ওয়ার্নার, ব্যানক্রফট পেয়েছেন ৯ মাসে নিষেধাজ্ঞা। কবে মাঠে নামতে পারবেন, সেটা হয়ত নিজেরাও জানেন না। তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়াল অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির প্রেসিডেন্ট গ্রে ডায়ার স্মিথদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি ‘তাড়াহুড়ো’ করে নেওয়া হয়েছে বলেই জানালেন ডায়ার, ‘তাদের মলিন মুখই বলে দিয়েছে সবকিছু। এটা কোনও শাস্তির চেয়ে কম না। আর নিষেধাজ্ঞার সিদ্ধান্তটা হয়ত একটু তাড়াহুড়োতেই নেওয়া হয়েছে। আমরা চাই দ্রুততম সময়ে তারা অন্তত শেফিল্ড শিল্ডে ফিরুক। এটা তাদের পুনর্বাসনেও সহায়তা করবে।’
নিজের দোষ স্বীকার করে দেশে ফেরার পর কেঁদেই দিয়েছিলেন স্মিথ। স্মিথের প্রতি পূর্ণ সহমর্মিতা আছে ডায়ারের, ‘আমার বিশ্বাস স্মিথের সাথে সেদিন পুরো অস্ট্রেলিয়াই কেঁদেছে! তারা তাদের ভুল বুঝতে পেরেছে এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।’
অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্কৃতির ‘আমূল পরিবর্তনের’ কথা বলেছিলেন বিদায়ী কোচ ড্যারেন লেম্যান। তার সাথে একমত ডায়ারও, ‘কেপটাউনে যা হয়েছে, সেটার পর পরিবর্তন অবশ্যই দরকার। তবে সেটা শুধু দলের মাঝে সীমাবদ্ধ থাকলে চলবে না, বদলাতে হবে সবাইকে। কী কারণে বল টেম্পারিং হলও, সেটা নিয়ে আরও বিস্তর তদন্তের প্রয়োজন আছে।’