খেলোয়াড়দের জরিমানা করে ছুটিতে যেতে বললেন প্রেসিডেন্ট
গ্রিসের ৪৪ বারের চ্যাম্পিয়ন তারা, গতবার সাত বছরেও প্রতিবার লিগ জিতেছে। কিন্তু এবার অলিম্পিয়াকোস আছে পয়েন্ট তালিকার তিনে। শীর্ষে থাকা এইকে অ্যাথেন্সের চেয়ে পিছিয়ে আছে তিন পয়েন্টে, লিগে বাকি চার ম্যাচ। শেষ ম্যাচে দশ নম্বরে থাকা দল লেভাডিয়াকোসের সঙ্গেও ড্র করে পয়েন্ট হারিয়েছে অলিম্পিয়াকোস। দলের এমন খেলায় সমর্থকেরা তো হতাশই, কিছুটা ক্রুদ্ধও বটে। তবে ক্লাবের প্রেসিডেন্ট ছাড়িয়ে গেছেন তাদেরকেও, দলের খেলোয়াড়দেরকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন তিনি।
অলিম্পিয়াকোসের প্রেসিডেন্ট এভানজেলস মারিনাকিস অবশ্য জরিমানা করেই থামেননি। খেলোয়াড়দেরকে ছুটি নিয়েও চলে যেতে বলেছেন! "আমি আর বাকি সমর্থকেরা তোমাদের ওপর বিরক্ত। অনেক সহ্য করেছি আমরা। তোমরা ছুটি নাও, আর ছুটি নিয়ে চলে যাও।"- গ্রিক সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী খেলোয়াড়দেরকে ম্যাচের পর এসবই বলেছেন মারিনাকিস।
আর জরিমানার ব্যাপারটাও কোন খাতে কত দিতে হবে সেটাও নিশ্চিত করেছেন তিনি। সাড়ে তিন লাখ টাকার অর্ধেকটা নাকি দিতে হবে আগের মাসে প্যানাথনাইসকের সঙ্গে ড্র করার দোষে। আর পরের মৌসুমে দল খালি করে নতুন খেলোয়াড় আনার ইঙ্গিতও দিয়েছেন সঙ্গে।
মারিনাকিসের এমন সিদ্ধান্ত অবশ্য এবারই প্রথম নয়। তিন বছর আগেও একবার দলকে পাঁচ লাখ ইউরো জরিমানা করেছিলেন তিনি।