সেভিয়াতে লড়াই করেই জিততে হল বায়ার্নের
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ২০১৭-১৮ ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল সেভিয়া। বায়ার্ন মিউনিখের বিপক্ষে আজ নিজেদের মাঠে লিড নিয়ে আরও এক বিস্ময় উপহার দেওয়ার ইঙ্গিত দিচ্ছিল ভিন্সেঞ্জো মন্তেয়ার দল। কিন্তু শেষ পর্যন্ত সেভিয়াকে মাটিতেই নামিয়ে এনেছে 'বাভারিয়ান'রা। ২-১ গোলের জয়ে বলতে গেলে সেমিতে এক পা দিয়েই রাখল ইয়ুপ হেইঙ্কেসের দল। বায়ার্নের হয়ে গোল করেছেন থিয়াগো আলকান্তারা, অন্য গোলটি হেসুস নাভাসের আত্মঘাতী।
জয় নিয়ে ফিরলেও সেভিয়াকে টপকাতে রীতিমত গলদঘর্ম হয়েছিল বায়ার্নের। ম্যাচের শুরু থেকেই জার্মানদের ওপর চড়াও হতে থাকে সেভিয়ার আক্রমণভাগ। ১৩ মিনিটে একটা পেনাল্টিও পেতে পারত তারা। কিন্তু আর্তুরো ভিদাল হুয়াকিন কোরেয়াকে ডিবক্সের ভেতর ফেলে দিলেও রেফারি সায় দেননি সেভিয়ার আবেদনে। তবে এরপর বেশিক্ষণ সেভিয়াকে দমিয়ে রাখতে পারেনি বায়ার্নের রক্ষণভাগ। ৩২ মিনিটে সার্জিও এস্কুদেরোর লম্বা পাস দারুণভাবে নিয়ন্ত্রণে এনে বায়ার্ন গোলরক্ষক উলরিখকে পরাস্ত করেন পাবলো সারাবিয়া। সেভিয়া সমর্থকদের বুনো উল্লাসে তখন প্রকম্পিত সমগ্র সেভিল শহর। তবে সেভিয়া সমর্থকদের এই উল্লাস দীর্ঘস্থায়ী হয়নি একেবারেই। সারাবিয়ার গোলের মিনিট পাঁচেক পর আত্মঘাতী গোলে বায়ার্নকে ম্যাচে ফেরান সেভিয়ার নাভাস। বাঁ-প্রান্ত থেকে উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরির ক্রস নাভাসের পায়ে লেগে সেভিয়া গোলরক্ষক ডাভিড সোরিয়াকে পরাস্ত দিয়ে ঢুকে পড়ে সেভিয়ার জালে।
গোলের পর থেকেই স্বরূপে ফিরতে থাকে বায়ার্ন। থমাস মুলার, রবার্ট লেভান্ডফস্কি এবং প্রথমার্ধে ইনজুরিতে পড়া ভিদালের বদলি হিসেবে নামা হামেস রদ্রিগেজকে সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছিল সেভিয়ার রক্ষণভাগ। গোলের একাধিক সুযোগ তৈরি করলেও সেভিয়া গোলরক্ষক সোরিয়া নামক দুর্গের কারণে কিছুতেই যেন লিডটা নিতে পারছিল না বায়ার্ন। অবশেষে ৬৮ মিনিটে আসে সেই বহুল প্রতীক্ষিত গোল। বায়ার্নের এই গোলের উৎসও ছিলেন রিবেরি। বাঁ-প্রান্ত থেকে তার ক্রসে হেড করে গোল করেন থিয়াগো। তবে এক্ষেত্রে ভাগ্যকেও কিছুটা দুষতে পারেন রিকো। থিয়াগো নিরীহদর্শন হেড এস্কুদেরোর পায়ে লেগে দিক পরিবর্তন না করলে হয়ত এবারও গোলটা বাঁচিয়ে দিতেন তিনি। ম্যাচের শেষদিকে ফ্রাঙ্কো ভাজকেজ, ইউনাইটেড বধের নায়ক উইসাম বেন ইয়েদেরের একাধিক প্রচেষ্টা উলরিখ দক্ষহাতে রুখে দিলে জয় নিয়েই মাঠ ছাড়ে সেভিয়া। মন্তেয়ার অধীনে এবারই প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও হারের মুখ দেখল সেভিয়া।
আজকের জয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে একমাত্র কোচ হিসেবে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড করলেন হেইঙ্কস। আগামী বুধবার আলিয়াঞ্জ অ্যারেনাতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ।