নিজের গোলে নিজেই অবাক রোনালদো!
অবিশ্বাস্য, অতিমানবীয়, অসাধারণ। ক্রিশ্চিয়ানো রোনালদোর ওই গোলের সাথে যত বিশেষণই লাগানো যাক, হয়ত কমই পড়বে! তার আলো ছড়ানোর রাতে কুর্নিশ করেছে তুরিনের দর্শকরাও। জুভেন্টাসের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর রোনালদো বলছেন, ‘বাইসাইকেল কিকের’ ওই গোলে তিনি নিজেই অবাক!
৬৪ মিনিটের সেই গোল যেন স্তব্ধ করে দিয়েছিল পুরো তুরিনকে। তবে রোনালদো নিজেই কিন্তু এমন গোলের আশা করেননি, ‘গোলটা করে দারুণ লাগছে, এক কথায় অসাধারণ অনুভূতি। আসলে আমি নিজেও ভাবিনি এভাবে হয়ে যাবে! জুভেন্টাসের মতো দলের বিপক্ষে এমন গোল আর এমন জয়, দুর্দান্ত একটা ম্যাচ গেছে রিয়ালের। দলের জয় এনে দিতে পেরেই আমি খুশি।’
এদিকে রোনালদোর ওই গোলের পর কোচ জিনেদিন জিদানের মুখভঙ্গিই বলে দিচ্ছিল, অবাক হয়েছেন তিনিও! সংবাদ সম্মেলনে এসে খানিকটা মজা করেই বললেন, ২০০২ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে করা তার সেই বিখ্যাত গোলটাই নাকি বেশি ভালো ছিল, ‘রোনালদোর গোলটা ভালো ছিল, সবাই এটাই বলছে। কিন্তু গ্লাসগোকে আমার ওই গোলটা একটু বেশি সুন্দর ছিল তাইনা? সে যাই হোক, রোনালদোকে টুপি খোলা অভিনন্দন। তার অর্জনে আমি গর্বিত।’