• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    শাস্তি কমানোর আবেদন করছেন না স্মিথ

    শাস্তি কমানোর আবেদন করছেন না স্মিথ    

    এক বছরের নিষেধাজ্ঞা। তাও শুধু জাতীয় দল নয়, ঘরোয়া ক্রিকেটেও। বল টেম্পারিং কেলেঙ্কারিতে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথের এই নিষেধাজ্ঞা নিয়ে কম আলোচনা হয়নি। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনসহ অনেকেই বলেছিলেন নিষেধাজ্ঞা কমানোর ব্যাপারে। তবে খোদ স্মিথ জানালেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার এই শাস্তির বিরুদ্ধে কোনো আপিল করবেন না। 

    গুঞ্জন উঠেছিল, ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি চেয়ে আবেদন করতে পারেন স্মিথ ও ওয়ার্নার। স্মিথ অবশ্য পুরো দায়ভার মেনে নিয়ে শাস্তি কমাতে চান না, 'আমি নিজের দেশের হয়ে খেলার জন্য সবকিছুই করতে পারি। কিন্তু আমি আগেই বলেছিলাম, অধিনায়ক হিসেবে সবকিছুর দায়ভার নিচ্ছি। তাই আমি এই শাস্তির বিরুদ্ধে আপিল করব না। ক্রিকেট অস্ট্রেলিয়া সবাইকে শক্ত বার্তা দেওয়ার জন্যই এটা দিয়েছে, আমি এটা মেনেও নিয়েছি।'