'রোমাকে হারাতে রেফারির সাহায্য পেয়েছে বার্সা'
চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে রোমা ন্যু ক্যাম্পে হেরেছে ৪-১ গোলে। স্কোরলাইন দেখে ম্যাচটা একপেশে মনে হলেও, রোমা প্রতিরোধ গড়ে তুলেছিল প্রথমার্ধে। দুইটি আত্মঘাতী গোল দিয়ে বার্সার কাজটা পরে রোমাই এগিয়ে দিয়েছিল। বার্সার কাছে হারে নিজেদের দোষটাও দেখছেন রোমা ম্যানেজার ইয়ুসেবিও ডি ফ্রানসেস্কো, সঙ্গে দেখেছেন রেফারির দোষটাও। রেফারির সাহায্যে পেয়েই বার্সা ম্যাচটা বড় ব্যবধানে জিততে পেরেছে বলে মনে করছেন তিনি।
গতকাল ম্যাচের ৯ মিনিটে বার্সার বিরুদ্ধে পেনাল্টির আবেদন করেছিলেন রোমা খেলোয়াড়রা। ডিবক্সের ভেতর নেলসন সেমেদো স্ট্রাইকার এডিন জেকোকে ফেলে দিলেও রোমা খেলোয়াড়দের আবেদনে সাড়া দেননি রেফারি। ডাচ রেফারি ড্যানি ম্যাক্কেলির কাছে সেমেদোর ট্যাকেল পেনাল্টি দেওয়ার মতো মনে হয়নি। পরে লরেঞ্জো পেলেগ্রিনিকে প্রথমার্ধের শেষদিকে স্যামুয়েল উমতিতির করা ট্যাকেলটাও ডিবক্সের বাইরে বলেই সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি। রেফারির এই সিদ্ধান্তগুলোই নিজেদের বিপক্ষে গেছে বলে মনে করছেন ডি ফ্রানসেস্কো।
"এখান থেকে পরের রাউন্ডে যাওয়া কঠিন হয়ে যাবে। কিন্তু রেফারি যদি প্রতিপক্ষকে সাহায্য না করত তাহলে হয়ত কাজটা এতো কঠিন হত না। বিশেষ করে বড় সিদ্ধান্তগুলো সব আমাদের বিপক্ষে গেছে।"- ম্যাচ শেষে জানিয়েছেন রোমা ম্যানেজার।
"আমরা অবশ্য কিছু ভুল করেছি। বার্সার মতো দলের বিপক্ষে এতো ভুল করা উচিত না। ড্যানিয়েল ডি রসি একটা ভুল করেছে, সেটা খেলতে গেলে হতেই পারে। দ্বিতীয় আত্মঘাতী গোলেও মানোলাসের ভাগ্য পক্ষে ছিল না।"
"মাঠে আমাদের ভুল এগুলোই ছিল। রেফারিদের সাহায্য ছাড়াই বার্সা অনেক ভালো দল। জেকোকে করা সেমেদোর ট্যাকেল তো পরিষ্কার পেনাল্টি। পরে পেলেগ্রিনির টাও পেনাল্টি হতে পারত।"
ডি ফ্রানসেস্কোকে পরে জিজ্ঞাসা করা হয়েছিল, ম্যাচের ফলটা অন্যায্য ছিল কি না? সেই প্রশ্নে হ্যাঁ বোধক জবাবই দিয়েছেন তিনি। "হ্যাঁ, অবশ্যই, আমরা যেভাবে খেলেছি সে তুলনায় তো অবশ্যই। আমরা অনেকগুলো সুযোগ পেয়েছিলাম। ম্যাচের ফল আমাদের লড়াইয়ের কথা বলছে না।"
"তবে আমাদের স্বপ্ন দেখতে হবে। এই ফল বার্সাকেই সাহায্য করবে কিন্তু ঘরের মাঠে আমাদের একটা দারুণ কিছু করতে হবে।"