'রিয়ালের স্কোয়াড বার্সা-সিটির চেয়েও শক্তিশালী'
শিরোপার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে বার্সেলোনার রেকর্ড জয়ের রাতে। লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ মাদ্রিদ ডার্বিতে জয়ের বিকল্প নেই অ্যাথলেটিকো মাদ্রিদের। অ্যাথলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে মানছেন, রিয়ালের স্কোয়াড বার্সেলোনা, ম্যানচেস্টার সিটির চেয়েও শক্তিশালী।
লা লিগায় জিদানের রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকোর চেয়ে পিছিয়ে আছে ৪ পয়েন্ট, বার্সেলোনার সাথে ব্যবধানটা ১৬। তবে লিগে তৃতীয় স্থানে থাকলেও চ্যাম্পিয়ন লিগের দুর্দান্ত পারফরম্যান্স চিন্তার ভাঁজ ফেলেছে সিমিওনের কপালে, ‘তাদের দল বিশ্বের সেরা কিনা সেটা বলতে পারছি না, তবে তাদের স্কোয়াড নিঃসন্দেহে বিশ্বসেরা। ক্লাব হিসেবে তারা সেটা প্রমাণ করেছে। পিএসজি, ম্যানচেস্টার সিটি কিংবা বার্সেলোনা; এদের থেকেও রিয়ালের স্কোয়াড শক্তিশালী। দল হিসেবে এটাই তাদের প্রধান শক্তি।’
বার্নাব্যুতে জয়ের জন্য দলের সবাইকে ভালো খেলতে হবে বলে মনে করিয়ে দিলেন সিমিওনে, ‘কাগজে কলমে আমরা কেমন দল সেটা আপনারা সবাই জানেন। এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সবাইকে এক হয়ে খেলতে হবে। জয়ের জন্য এটা ছাড়া উপায় নেই।’