'গার্ড অফ অনার না দিলেও বার্সাকে সম্মান করে রিয়াল'
‘বার্সেলোনাকে গার্ড অফ অনার দেবে না রিয়াল’। রিয়াল কোচ জিনেদিন জিদানের এমন মন্তব্যের পর থেকেই দুই পক্ষের মাঝে শুরু হয়েছে কথার লড়াই। এল ক্লাসিকোর আগে শিরোপা নিশ্চিত করলে গার্ড অফ অনারটা বার্সার প্রাপ্য, এমনটাই মানছেন কাতালানরা। জিদানের এই সিদ্ধান্তে বার্সার প্রতি রিয়ালের ‘অসম্মানটাও’ নাকি স্পষ্ট হয়! তবে অধিনায়ক সার্জিও রামোস বলছেন, গার্ড অফ অনার না দিলেও বার্সাকে যথেষ্ট ‘সম্মান’ করে রিয়াল।
ড্র হয়েছে মাদ্রিদ ডার্বি। মের ক্লাসিকোর আগে নিশ্চিত হয়ে যেতে পারে মেসিদের লা লিগা শিরোপা। সেক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বীদের গার্ড অফ অনার দিতে হবে রিয়ালকে। তবে গত বছর রিয়ালকে এই সম্মান না দেখানোয় এবার তাদের ক্ষেত্রেও একই কাজ করতে চায় জিদানের রিয়াল।
গার্ড অফ অনার না দিলেও বার্সার প্রতি পূর্ণ সম্মান আছে রামোসের, ‘গার্ড অফ অনার না দিলেও আমরা কিন্তু বার্সেলোনাকে একটুও অসম্মান করি না! আমাদের কোচ যেভাবে বলে সেটাই আমরা করি। তিনি যদি এই ব্যাপারে না বলেন, তাহলে সেটাই হবে। এই গার্ড অফ অনার নিয়ে মানুষজন অবশ্য একটু বেশিই ভাবে।’