• লা লিগা
  • " />

     

    অ্যাটলেটিকো ছাড়ছেন তোরেস

    অ্যাটলেটিকো ছাড়ছেন তোরেস    

    অ্যাটলেটিকো মাদ্রিদে চলতি মৌসুমটাই হতে যাচ্ছে ফার্নান্দো তোরেসের শেষ। তবে ফুটবল থেকে অবসর নিচ্ছেন না স্প্যানিশ স্ট্রাইকার। এরপরে নতুন কোনো ক্লাবে খেলবেন বলে জানিয়েছেন তিনি। 

    আজ মাদ্রিদে এলজির এক প্রচারণামূলক অনুষ্ঠানে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তোরেস, "এই সুযোগে আমি একটা ব্যাপারে সবাইকে জানাতে চাই। অ্যাটলেটিকোতে এটাই আমার শেষ মৌসুম। আমার কাছে মনে হয়েছে আমার বিদায়ের কথা আগেই সমর্থকদের জানানো উচিত। তাদের কাছে আমি ভালোবাসা ও স্নেহের পাত্র ছিলাম।" 

    বয়স ৩৪, বিদায় নেওয়ার জন্য এটাই উপযুক্ত সময় কী না সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। এই ক্লাবেই তো তোরেসের বেড়ে। ১০ বছর বয়সে যোগ দিয়েছিলেন, এরপর ৬ বছর ছিলেন একাডেমিতে। পরের ৬ বছর খেলেছেন মূল দলে। এরপর লিভারপুলে যোগ দিয়ে, চেলসি, এসি মিলান ঘুরে আবারও অ্যাটলেটিকোতে  ফেরত এসেছিলেন তোরেস। "বিদায় নেওয়ার এটাই উপযুক্ত সময় বলে আমার মনে হয়েছে। বিদায় বলাটা কখনোই সহজ না। কিন্তু আপনি দেখুন, দলে এখন আমার ভূমিকা খুবই কম। তাই আমার মনে হয় এখনই সরে দাঁড়ানোর সময়।"

     তবে অ্যাটলেটিকোকে কে বিদায় বললেও ফুটবলকে দেওয়ার মতো এখনও কিছু বাকি আছে তোরেসের। তিনি নিজেই জানিয়েছেন সেটা। এ কারণেই খেলা চালিয়ে যেতে চান অন্য কোথাও। কিন্তু অ্যাটলেটিকো আজীবনই তার ঘর হয়ে থাকবে বলেই জানিয়েছেন তিনি, " এটা সবসময়ই আমার ঘর থাকবে। আপনার অনেকগুলো বাসা  থাকতে পারে কিন্তু বাসা আজীবন একটাই থাকে। "