লা লিগা জেতাটাও এখন মূল্যহীন সুয়ারেজের কাছে!
সবকিছুই ভালোভাবে এগোচ্ছিল। রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেই হারটাই এলোমেলো করে দিয়েছে সব। চ্যাম্পিয়নস লিগে বাদ পড়লেও ভ্যালেন্সিয়াকে কাল হারানোর পর লা লিগায় শিরোপার সুবাস ভালোমতোই পাচ্ছে বার্সা। তবে লুইস সুয়ারেজ বলছেন, বার্সা ভক্তদের হতাশা দেখে মনে হচ্ছে, লিগ জিতেও কোনো লাভ নেই!
লিগ জয়টাও চ্যাম্পিয়নস লিগের হারের দুঃখ মোচন করতে পারবে না বলেই আশংকা সুয়ারেজের, ‘আমরা বুঝি সমর্থকরা কতটা কষ্টে আছেন। এটাই স্বাভাবিক। কিন্তু সবকিছু দেখে আমার মনে হচ্ছে, লা লিগা জেতাটাও এখন মূল্যহীন হয়ে পড়েছে!’
আর ৭ পয়েন্ট পেলেই গত ১০ বছরের মাঝে সপ্তমবারের মতো লিগ শিরোপা জিতবে কাতালানরা। দলের এই সাফল্যকে সমর্থকদের সাধুবাদ জানানো উচিত বলেও মানছেন সুয়ারেজ, ‘আমরা যেভাবে খেলছি সেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার দাবি রাখে। বার্সা ভক্তদের এটা মাথায় রাখতে হবে। আমাদের প্রাপ্য সম্মানটাও দিতে হবে।’