• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    অধিনায়কের দায়িত্ব নিতে চান ফিঞ্চ

    অধিনায়কের দায়িত্ব নিতে চান ফিঞ্চ    

    অধিনায়ক ও সহ-অধিনায়ক একই সাথে নিষিদ্ধ হয়েছেন। বল টেম্পারিং কেলেঙ্কারিতে এলোমেলো হয়ে গিয়েছে পুরো অস্ট্রেলিয়ান ক্রিকেট। স্মিথ-ওয়ার্নারের অনুপস্থিতিতে ভবিষ্যতে দলের দায়িত্ব কার কাঁধে যাবে, সে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এখন থেকেই। অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ বলছেন, বোর্ড চাইলে অধিনায়ক হতে পারেন তিনি।

     

     

    অস্ট্রেলিয়ার দুঃসময়ে দলের হাল ধরতে ইচ্ছুক ফিঞ্চ, ‘যদিও এটা নিয়ে খুব একটা ভাবছি না এখনই। তবে বোর্ড যদি চায় আমি অধিনায়ক হই, তাহলে অবশ্যই সেই সুযোগ লুফে নেবো! কঠিন সময় পার করছে দেশের ক্রিকেট। সামনে ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ আছে। ওই সময়ে নতুন কাউকেই দায়িত্ব বুঝে নিতে হবে।’

    নিষিদ্ধ তো হয়েছেনই, স্মিথ-ওয়ার্নার বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকেও। এমনকি আগামী বিশ্বকাপেও নাও খেলতে পারেন দুইজন। তবে দুইজনের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া দলের যাত্রা থমকে থাকবে না বলেই বিশ্বাস ফিঞ্চের, ‘তারা নিঃসন্দেহে বিশ্বের সেরা দুইজন ব্যাটসম্যান। যা হয়েছে সেটা খুব দুঃখজনক। তবে তাদের জায়গায় যারা আসবেন, তারাও ভালো ক্রিকেটার। বিশ্বকাপের এখনও বাকি আছে কয়েকমাস। এর মাঝে নতুনরা নিজেদের মানিয়ে নেবেন, ভালো পারফর্মও করবেন।’