• লা লিগা
  • " />

     

    শততম জয়ের মাইলফলক ছুঁলেন জিদান

    শততম জয়ের মাইলফলক ছুঁলেন জিদান    

    ২০১৬ সালে মৌসুমের শেষভাগে এসেছিলেন, এসেই জিতিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ। গত দুই বছরে জিনেদিন জিদানের অধীনে রিয়াল মাদ্রিদ জিতেছে বহু ম্যাচ। লা লিগায় তৃতীয় স্থানে উঠে আসার ম্যাচে কাল মালাগাকে হারিয়েছে রিয়াল। এই জয়েই রিয়ালের কোচ হিসেবে শততম জয় পেলেন জিজু।

     

     

    লা লিগায় জিদানের জয় সবচেয়ে বেশি। ৩ মৌসুমে ৯৯ ম্যাচের ৬৬ টিতেই জিতেছে রিয়াল। হার ৯ টিতে, ড্র হয়েছে ১৫টি ম্যাচ। চ্যাম্পিয়নস লিগে জিদানের অধীনে রিয়াল খেলেছে ৩০ ম্যাচ, এর মাঝে জয় এসেছে ২০টিতে। ড্র হয়েছে ৬টি, হার ৪ টিতে।

    কোপা ডেল রেতে ১২ ম্যাচের ৬টিতে জয়, হার ২টিতে, ড্র হয়েছে চারটি। ক্লাব বিশ্বকাপে ৪ ম্যাচের ৪ টিতেই জিতেছে জিদানের রিয়াল। ইউরোপিয়ান সুপারকাপে জয় ২টিতে, স্প্যানিশ সুপার কাপেও ২ ম্যাচেই জয় এসেছে।

    সব টুর্নামেন্ট মিলিয়ে জিদানের রিয়াল জিতেছে ৭২ শতাংশ ম্যাচ। শুধুমাত্র হোসে মরিনহোর রিয়ালই এর কাছাকাছি আছে, সেই দল জিতেছিল ৭১.৯ শতাংশ ম্যাচ।