• লা লিগা
  • " />

     

    ন্যু ক্যাম্পে ফুরিয়ে আসছে ইনিয়েস্তার সময়?

    ন্যু ক্যাম্পে ফুরিয়ে আসছে ইনিয়েস্তার সময়?    

    গত বছরই বার্সেলোনা তাকে আজীবন চুক্তির প্রস্তাব দিয়েছিল। তখনও পর্যন্ত মনে হচ্ছিল বার্সাতেই ক্যারিয়ার শেষ করবেন আন্দ্রেস ইনিয়েস্তা। কিন্তু ঘটনাপ্রবাহ গত কয়েকদিনে মোড় নিয়েছে বেশ কয়েকবার। ইনিয়েস্তার বার্সা ছাড়ার গুঞ্জনও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী সেভিয়ার সঙ্গে কোপা ডেল রের ফাইনালের পরই নিজের সিদ্ধান্ত জানাবেন ইনিয়েস্তা। 

    ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের পর ইনিয়েস্তা জানিয়েছিলেন ভবিষ্যতে কী করবেন সেই সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন এরই মধ্যে, সময় হলেই জানাবেন। সেই সময়টা খুব সম্ভবত পরের সপ্তাহেই হতে যাচ্ছে। 

    ইনিয়েস্তার বার্সা ছাড়ার কথা বলছেন স্প্যানিশ সাংবাদিক গুইলিয়াম বালাগও। স্কাই স্পোর্টসে নিজের কলামে বালাগও সেই ইঙ্গিত দিয়েছেন আজ। "৩৩ বছর বয়সে এসে প্রায় প্রতি ম্যাচেই বদলি হচ্ছেন তিনি। দর্শকরা ব্যাপারটা হয়ত পছন্দ করছে না। শেষের শুরুটা বোধ হয় শুরু হয়ে গেছে"- লিখেছেন বালাগ।

    চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে হারটাই ইনিয়েস্তার সিদ্ধান্ত নিতে প্রভাব ফেলেছে বলেও মনে করছেন অনেকে। বালাগ অবশ্য ইনিয়েস্তার সিদ্ধান্তের পেছনে যুক্তি খুঁজছেন অন্যভাবে। "বংশানুক্রমে পাওয়া ওয়াইনের ব্যবসার প্রসারের জন্য চীনে যাওয়ার কথাই ভাবতে পারেন ইনিয়েস্তা। সঙ্গে বয়সটাও হয়ে গেছে ৩৩। এই মৌসুমে ৫ বার মাসল ইনজুরিতে পড়েছেন। বয়সের কাছে হার মানছেন তিনি। দুই বছর অন্য কোথাও খেলে আসলেও তিনি জানবেন বার্সার দরজা তার জন্য খোলাই আছে সবসময়।"