১৬ বছর পর 'লা মেসিয়ার' ফুটবলার ছাড়াই বার্সা একাদশ!
বার্সেলোনা এবং লা মেসিয়া যেন এক অন্যের প্রতিশব্দ। যুগে যুগে বার্সার এই একাডেমি থেকেই উঠে এসেছেন কাতালানদের বড় তারকারা। লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তাসহ বর্তমান দলেও আছেন লা মেসিয়া থেকে উঠে আসা বেশ কয়েকজন। তবে সেল্টা ভিগোর বিপক্ষে গতকাল বার্সেলোনা দলে ছিলেন না লা মেসিয়ার একজন ফুটবলারও, গত ১৬ বছরের ইতিহাসে যা এই প্রথম!
সামনেই কোপা ডেল রের ফাইনাল। ফাইনালের কথা মাথায় রেখেই দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন এরনেস্তো ভালভার্দে। একাদশে রাখা হয়নি মেসি, পিকে, বুসকেটস, ইনিয়েস্তা ও রবার্তোদের। বার্সার একাদশে তাই ছিলেন না একাডেমি থেকে উঠে আসা কেউই। এমনকি দলে স্প্যানিশ ফুটবলার ছিলেন মাত্র ২ জন। তাদের মাঝে শুধু ডেনিস সুয়ারেজই বার্সেলোনা ‘বি’ দলে খেলেছেন।
২০১২ সালে লেভান্তের বিপক্ষে ম্যাচে একটা সময় মাঠে থাকা ১১ জন বার্সা ফুটবলারই ছিল লা মেসিয়া থেকে আসা! শেষবার লা মেসিয়ার ফুটবলার ছাড়া বার্সা নেমেছিল ২০০২ সালের ৬ এপ্রিলে। বিলবাওয়ের বিপক্ষে সেদিন লা মেসিয়া থেকে আসা কোনো ফুটবলারই ছিলেন না বার্সা একাদশে।