"এখনই ইনিয়েস্তার বিদায় বলার সঠিক সময়"
শৈশবে তার হাত ধরেই বার্সেলোনায় এসেছিলেন। কেটে গেছে বহু বছর, হোসে আন্তোনিওর সেই ছোট্ট ইনিয়েস্তাই আজ বার্সার প্রাণভোমরা। দীর্ঘ ক্যারিয়ার শেষে বার্সেলোনা ছাড়ছেন ইনিয়েস্তা। আন্তোনিও বলছেন, এটাই তার ছেলের বিদায় বলার সঠিক সময়।
এই ক্লাবেই ফুটবলের হাতেখড়ি, আছে হাজারো স্মৃতি। কোপা ডেল রের ফাইনালের শেষ মুহূর্তে তাই স্বাভাবিকভাবেই আবেগি হয়ে পড়েছিলেন ইনিয়েস্তা। আন্তোনিও বলছেন, কষ্ট হলেও বিদায় বলার সময় এসেছে ইনিয়েস্তার, ‘সিদ্ধান্তটা নেওয়া কঠিন হবে তার জন্য। যদি সে ক্লাব ছাড়তে চায় তাহলে সেটাকে সম্মান করতে হবে। বিদায় বলার এর চেয়ে ভালো সময় আর আসবে না।’
গুঞ্জন উঠেছে, বার্সা ছেড়ে চীনেই যাচ্ছেন ইনিয়েস্তা। এই সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, ম্যাচ শেষে এমনটাই বললেন ইনিয়েস্তা, ‘এই সপ্তাহেই সিদ্ধান্তটা জানাবো, যা বলবো সেটা ভেবেই রেখেছি। ফাইনালে দুর্দান্ত খেলেছে দল, এই শিরোপাটা দরকার ছিল রোমার কাছে হারের পর। অনেক আবেগ কাজ করেছে সবার মাঝেই।’
যে সিদ্ধান্তই নেন না কেনও, সেটাকে পূর্ণ সম্মান জানাবে বার্সেলোনা, জানালেন ক্লাব প্রধান জোসেপ বার্তোমেউ, ‘আমরা তো তাকে আজীবন এই ক্লাবেই রাখতে চাই। কিন্তু সিদ্ধান্তটা আসলে সম্পূর্ণ তার নিজের। তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাকেই আমরা সম্মান করি। যেকোনো সময় তিনি আমাদের হয়ে খেলতে পারবেন, এই ক্লাবের দরজা সবসময় তার জন্য খোলা।’