• লা লিগা
  • " />

     

    ২২ বছর কাটিয়ে বার্সেলোনাকে বিদায় বললেন ইনিয়েস্তা

    ২২ বছর কাটিয়ে বার্সেলোনাকে বিদায় বললেন ইনিয়েস্তা    

    ন্যু ক্যাম্পের প্রেস কনফারেন্স রুমে হাজির হয়েছিল বার্সেলোনা দলের অনেকেই । কোচ, ক্লাব কর্মকর্তারা সবাই অপেক্ষা করছিলেন আন্দ্রেস ইনিয়েস্তার জন্য। বার্সেলোনা অধিনায়ক আজ সংবাদ সম্মেলনে কথা বলবেন সেটা জানানো হয়েছিল আগেই। আজ সেখানেই নিশ্চিত ভাবেই জানালেন, এই মৌসুমটাই বার্সেলোনায় তার শেষ। 



    "বার্সেলোনায় এটাই আমার শেষ মৌসুম, এই সিদ্ধান্ত নিয়ে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম। আমার চোখে বার্সেলোনাই পৃথিবীর সেরা ক্লাব, এই ক্লাব আমাকে সবকিছু দিয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।"- কান্না জড়ানো কন্ঠে জানিয়েছেন ইনিয়েস্তা। আগামীকাল দেপোর্তিভো লা করুনা সঙ্গে ম্যাচে এক পয়েন্ট পেলেই আবারও লা লিগা শিরোপা পুনরুদ্ধার করবে বার্সা। গত সপ্তাহেই কোপা ডেল রের শিরোপা তুলে ধরেছিলেন ইনিয়েস্তা। 

    ১২ বছর বয়সে ১৯৯৬ সালে বার্সেলোনার একাডেমিতে যোগ দিয়েছিলেন ইনিয়েস্তা, এরপর ২০০২-০৩  মৌসুমে বার্সেলোনার সিনিয়র দলে প্রবেশ করেন। এরপর বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। বার্সার হয়ে ইনিয়েস্তার শিরোপা সংখ্যা ৩৩! আগামীকাল লা লিগা জিতে গেলে সেই সংখ্যাটা বাড়বে আরও।

    এরপর কোথায় যাচ্ছেন ইনিয়েস্তা? চীনে যাওয়ার গুঞ্জন থাকলেও নিশ্চিত করে কিছু বলেননি। তবে একটা ব্যাপার পরিষ্কার করে দিয়েছেন, "আর যাই হোক, আমি ইউরোপে খেলছি না। আমি বার্সেলোনার মুখোমুখি হতে চাই না কখনো।"

    ইনিয়েস্তা যেখানেই যান, তিনি আসলে বার্সারই ছিলেন, আছেন, থাকবেন।